× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

চট্টগ্রামে এক দফা দাবিতে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ৮

ডেস্ক রিপোর্ট

০৪ আগস্ট ২০২৪, ১৪:৫৫ পিএম

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা।

আজ রবিবার ( আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে নগরের কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট মোড়ে বিক্ষোভ শুরু করে তারা।

 সমাবেশে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। পাশাপাশি যোগ দিয়েছে বিভিন্ন পেশার মানুষ।

এসময় সমাবেশ থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়।

পুলিশ টিয়ারসেল কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।  
সড়কে ইটের টুকরা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

আন্দোলনকারীদের অনেকের হাতে ছিল লাঠি। ছোট চৌকি ভেঙ্গে ফেলে রাখা হয় সড়কে। সংঘর্ষে জন আহত হন বলে জানা গেছে।

এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দুপুর ১টায় নিউ মার্কেট চত্বরে গণজমায়েত করবে মহানগর আওয়ামী লীগ।  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, দুই পক্ষের মাঝখানে বেরিক্যাড দেওয়া হবে। যাতে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।

নগরে দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও থানা পুলিশ মাঠে রয়েছে।

উল্লেখ্য,  কোটা আন্দোলনে সংঘর্ষে গত ১৮ থেকে ২১ জুলাই পর্যন্ত সরকারি হিসাবে দেড়শ মানুষের প্রাণহানি, সংঘর্ষ থামার পর শিক্ষার্থীদের গ্রেফতারের প্রতিবাদে লাগাতার কর্মসূচির মধ্যে এবার সরকার পতনের এক দফা দাবি প্রকাশ করা হইয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.