বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি কে কেন্দ্র করে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ ও বিজিবি সদস্যরা। সাবধানতা অবলম্বনে প্রস্তত রাখা হয়েছে পুলিশের একটি সাঁজোয়া যান ও প্রিজনভ্যান।
শুক্রবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় এমন দৃশ্য দেখা গেছে।
শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় রোজকার দিন থেকে সায়েন্সল্যাব এলাকায় ভীড় নেই বললেই চলে। আশেপাশে নিউমার্কেট, সমস্ত এলিফ্যান্ট রোড এলাকাও অনেকটাই ফাঁকা। এরই মধ্যে সায়েন্সল্যাব পুলিশ বক্সের সামনে ও মিরপুর সড়কে পুলিশ এবং এলিফ্যান্ট রোডে বিজিবি মোতায়েন করা হয়েছে।
সাইন্সল্যাব মোড়ের বাইতুল মামুর জামে মসজিদ থেকে জুমার নামাজের পর গণমিছিলের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গণমিছিলে ঢাকা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। সে কারণেই যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের আজ শুক্রবার দেশব্যাপী চলমান আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন।