সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগর এলাকায় ঝড়-পূর্ববর্তী গভীর মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে এবং ক্রমশ প্রকট আকার ধারণ করছে। এ অবস্থায় দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (১জুলাই) বিকেলে আবহাওয়াবিদ বজলুর রশিদ সই করা এক আবহাওয়া সতর্কবার্তায় এই তথ্য জানান।
সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে যা মূলত সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্টি হয়েছে, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আকার ধারণ করেছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমুহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উপকূলের কাছাকাছি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের ১২ টি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রপাত এবং ভারি বর্ষণ হতে পারে বলে জানায় এবং সমুদ্র বন্দরে সতর্ক সংকেত দেখাতে বলে।