রাজধানীর শ্যামলী এলাকায় ২০ তলার রূপায়ণ শেলটেক ভবনে আগুন লেগেছে। রাত আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভবনের সাত তলায় আগুন লাগে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর আসে। ১১টা ৩৫ এ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভবনটিতে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য এসবিএফ ডায়ালাইসিস সেন্টার, নূরজাহান অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল, ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটাল।
প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালগুলো থেকে রোগীদের নামিয়ে আনা হয়েছে। তবে সম্পূর্ণভাবে ভিতরে থাকা লোকজনকে নামানো সম্ভব হয়েছে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।