রাজধানীর ৯ থানার বাসিন্দাদের জন্য নতুন পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৭ মে) রাজধানীর আফতাব নগরের এফ ব্লকের ২ নম্বর সেক্টরের চার তলা একটি ভবনে আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব নামে অফিসটির কার্যক্রম শুরু হয়েছে।
অফিসটিতে সরেজমিনে দেখা যায়, রোববার সকাল ৮টা থেকেই মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, বাড্ডা, হাতিরঝিল থানার বাসিন্দারা পাসপোর্ট আবেদন নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন। নিচ তলাতে লাইনে দাঁড়ানো সেবাপ্রত্যাশীদের নির্দিষ্ট সময় পর পর ফিঙ্গার ও ছবির জন্য ওপরের তলায় নেওয়া হচ্ছে।
লাইনে দাঁড়ানো সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলা জানা যায়, আজ অফিসটির কার্যক্রম শুরু হয়েছে। শুরুর দিনই তারা নিজেদের পাসপোর্ট আবেদন নিয়ে লাইনে দাঁড়িয়েছেন। প্রাথমিকভাবে তারা নতুন অফিসের কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করেছেন।
তবে কয়েকজন সেবা প্রত্যাশী জানিয়েছেন, নতুন অফিসের তথ্য কেন্দ্রটি এখনো চালু হয়নি। সেক্ষেত্রে তথ্য পেতে তাদের কিছুটা অসুবিধা হচ্ছে।
সকালে লাইনে দাঁড়ানো বাসাবো থেকে আগত এক সেবা প্রত্যাশী আজাহার খান বলেন, সাড়ে ৮ টা থেকে লাইনে দাঁড়িয়েছি। প্রায় ১০০ জনের মতো সেবা প্রত্যাশীদের লাইন দেখা যায়। লাইন ভালোই এগোচ্ছে। এখন পর্যন্ত দালালদের কোনো উৎপাত দেখা যায়নি এটা একটা শান্তির বিষয়। তবে তথ্য কেন্দ্রে কোনো লোক দেখিনি। তাই তথ্য জানতে একটু সমস্যা হচ্ছে।
বাসাবো থেকে আগত আরেক সেবা প্রত্যাশী দীপংকর রায় বলেন, নতুন হিসেবে কার্যক্রম যথেষ্ট ভালো। নির্দিষ্ট সময় পর পর নিচতলা থেকে ওপরে লোকজন নেওয়া হচ্ছে পরবর্তী কার্যক্রমের জন্য।
সরেজমিনে আরও দেখা যায়, অফিসের কার্যক্রম শুরু হলেও ভিতরে এবং বাহিরে সামান্য পরিমাণে নির্মাণ কাজ রয়েছে। ভবনের বাইরে দেখা গেছে শ্রমিদের আর পশ্চিমপাশে শ্রমিকরা রং দেওয়ার কাজ করছেন। আজকের ভিতরে এই কাজ শুরু হয়ে যাবে বলে শ্রমিকরা জানিয়েছেন। এছাড়া নতুন অফিসটি চালু হলেও সকালে কোন আনসার সদস্য দেখা যায়নি। তবে ১০ টা ৪০ মিনিটের দিকে দুইজন আনসার সদস্যকে অফিসটিতে দেখা যায়।
অফিস সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ এই নতুন অফিসে পাসপোর্ট সংশ্লিষ্ট সকল কাজ শুরু হয়েছে। পাসপোর্ট আবেদন জমা থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট ও ছবিও নেওয়া হয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত ৫-৬ জনের ফিঙ্গারপ্রিন্ট ও ছবি নেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে। তবে নতুন অফিস হওয়ায় লোকবলের কিছু সংকট রয়েছে, যা দ্রুত সমাধান হয়ে যাব।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে নতুন এই অফিসটির কর্মকর্তা বলেন, নতুন অফিস হওয়াতে সকল কার্যক্রম ধীরগতিতে চলছে। তবে সকল সিস্টেম ভালোভাবে চলছে। সকাল থেকে ৫-৬ জনের ফিঙ্গারপ্রিন্ট ও ছবি নেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে।
কার্যক্রম শুরু হওয়ার পর আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব এর উপ-সহকারী পরিচালক মো. গোলাম ইয়াসিন বলেন, নতুন অফিসটির কার্যক্রম আজ থেকে শুরু হয়ে গিয়েছে। পাসপোর্ট অফিসে যত সেবা দেওয়া হয় আজ এখান থেকে সব সেবা দেওয়া হয়েছে। অফিস সময় চলাকালীন যত মানুষ আসবে তাদের আমরা সেবা দিব। তবে প্রতিদিন কম করে ৫০০-৬০০ জন মানুষকে সেবা দিতে পারব।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh