× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকাস্থ পীরগঞ্জ সমিতির সভাপতি ফিরোজ, সম্পাদক শাহীনুর

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৬ এএম

পীরগঞ্জ (রংপুর) সমিতি, ঢাকা’র ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আ ন ম আল ফিরোজ (হিটু) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম।

গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্টে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে নতুন এ কমিটি গঠন করা হয়। 

ইঞ্জিনিয়ার এসএম গোলাম মোস্তফার নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন। কমিশনের অন্য দুই সদস্য ছিলেন মো. হাসান সহীদ সরকার ও মো. মোস্তাফিজুর রহমান।

কমিটির নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি অ্যাড. মো. শেরীফ নেওয়াজ স্বপন, মোহাম্মদ আলী মণ্ডল, মো. নজরুল ইসলাম, মো. হুজুর আলী (যুগ্মসচিব), আজিজার রহমান আজিজ, সহ-সাধারণ সম্পাদক মো. হাফিজ আল ফারুক (জুয়েল) ও এস. এম. শাহজামান রওশন, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সালাম, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান জনি, সাংগঠনিক সম্পাদক আরমানুজ্জামান চৌধুরী তুষার, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ, রেজাউল করিম রেজা, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. বদরুদ্দোজা বদরুল, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. জাকিয়া খাতুন (জয়া), প্রকাশনা সম্পাদক মো. নেওয়াজুল মওলা (নেওয়াজ), ছাত্রকল্যাণ সম্পাদক এজিএম সাদিদ জাহান (সৈকত),  তথ্যবিষয়ক সম্পাদক হাফিজ আব্দুন নূর সোহেল, ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, সংস্কৃতি সম্পাদক নূর আনোয়ার রনজু, প্রচার সম্পাদক খন্দকার মো. রমজান আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বায়েজিদ আমিন অন্তু, সমাজ কল্যাণ সম্পাদক এ কে এম মেহেদী হাসান, কর্মসংস্থান সম্পাদক মো. রবিউল ইসলাম (বেলাল)। 

কার্যকরী সদস্য হয়েছেন- সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম (বুলবুল), মো. সিরাজুল ইসলাম, আলহাজ্ব শরিফ নেওয়াজ (শরিফ), মাহমুদ আলম জুয়েল, মীর মামুন-অর-রশিদ মামুন, এ টি এম তোসাদ্দেক হোসেন, ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম (স্বপন), মো. আলমগীর কবির, শ্রী গকুল চন্দ্র সরকার, ড. এ বি এম খালেদুন সোহেল, কে এস কে রাশেদুল সিদ্দিকী, মো. গোলাম মোস্তফা, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মো. মাহফুজার রহমান, মোছা. মাফরুহা খানম সুবর্ণা, মো. মোস্তাফিজার রহমান, ওলিউর রহমান রূপম, মোছা. আফরোজা খাতুন, মোছা. লায়লা সরওয়ার বানু (স্বপ্না), মো. মিজানুর রহমান সরকার স্বপন, রফিকুল ইসলাম প্রধান (উজ্জল), জায়রুল ইসলাম রিন্নু, মো. আনিছার রহমান, উম্মে লবুদা কাওসার উইলী, জাহিদ আক্তার ও মো. আল ফাহাদ আকন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.