× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গ্রিড বিপর্যয়ে জড়িত সবাইকে চাকরিচ্যুত করা হবে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর ২০২২, ২৩:২৮ পিএম । আপডেটঃ ১৬ অক্টোবর ২০২২, ০৩:৩০ এএম

জাতীয় গ্রিডের বিপর্যয়ের পেছনে দায়িত্ব অবহেলা ও অব্যবস্থাপনা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। একই সঙ্গে এ কাজের সঙ্গে জড়িত সবাইকে চাকরিচ্যুত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ অক্টোবর) কেরানীগঞ্জে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসব কথা জানান।

নসরুল হামিদ বলেন, গ্রিডের বিষয়ে তদন্ত প্রতিবেদন এখনও লিখিতভাবে পাইনি। কিন্তু আমরা দেখেছি গ্রিড বিপর্যয়ে পড়েছে ম্যানেজমেন্টের কারণে। অর্থাৎ এই বিপর্যয়ের পেছনে মানুষের কাজ একটি কারণ হিসেবে এসেছে।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ বিভাগকে বলেছি নামগুলো প্রস্তাব করতে। পেলে আগামীকাল রোববার অথবা পরদিন সোমবারের মধ্যে বিপর্যয়ে জড়িত সবাইকে আমরা চাকরিচ্যুত করবো। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবো।

এর আগে গত ৪ অক্টোবর একযোগে দেশের একটি বড় অংশে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। সেদিন প্রায় সাত ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে রাজধানী ঢাকাসহ দেশের অনেক জেলা। এ বিষয়ে তিনটি তদন্ত কমিটি গঠন হয়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.