× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খোলাবাজারে ডলারের দাম ১১৫ টাকা ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক

০৮ আগস্ট ২০২২, ১১:২০ এএম

বাংলাদেশ ব্যাংক আজ সোমবার মার্কিন ডলারের দাম আবারও বাড়িয়েছে। এতে আরেক দফা কমেছে টাকার মান। এর ফলে প্রতি ডলারের দাম ৩০ পয়সা বেড়ে হয়েছে ৯৫ টাকা। আগে যা ছিল ৯৪ টাকা ৭০ পয়সা। এই দামে আজ রিজার্ভ থেকে ১৩ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এই দামকে বলা হয় আন্তব্যাংক দর।

তবে কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া এই দামে ব্যাংকগুলোয় কোনো ডলার লেনদেন হচ্ছে না। ব্যাংকগুলো আজও বিদেশ থেকে প্রবাসী আয় এনেছে ১১২-১১৩ টাকা দরে। আর এই দামেই আমদানিকারকদের কাছে ডলার বিক্রি করেছে। আর খোলাবাজারে মানি চেঞ্জারগুলো আজ প্রতি ডলার বিক্রি করেছে ১১৫ টাকা দরে। ফলে কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত দাম ও খোলাবাজারের ডলারের দামের মধ্যে পার্থক্য দাঁড়িয়েছে ২০ টাকা, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ।

ব্যাংকগুলো জানিয়েছে, তাদের কাছে ১ কোটি ১০ লাখ নগদ ডলার মজুত আছে। অন্য সময়ে থাকে ৩ কোটি ডলারের বেশি। এসব ডলার দেওয়া হয় তাদের নিজস্ব গ্রাহকদের। পাশাপাশি কার্ডে ডলার খরচের বিষয়ে গ্রাহকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। ফলে যেকোনো নাগরিককে ব্যাংক থেকে ডলার দেওয়ার সুযোগ কম। এর ফলে বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের খোলাবাজার থেকে ডলার কেনার বিকল্প নেই। তবে চাইলে ব্যাংক থেকে কার্ড নিয়ে বিনিময়মূল্য কম দিয়ে ডলার খরচ করতে পারবেন গ্রাহকেরা।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.