× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তিতাসে সাংবাদিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।

০৭ জানুয়ারি ২০২৫, ১৫:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

তিতাস সাংবাদিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রথম প্রতিষ্ঠা বাষিক উৎযাপন হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বিকেলে তিতাস উপজেলা বাতাকান্দি বাজারের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তিতাস সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গাজী সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ পত্র এজেন্ট এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী। তিনি তার বক্তব্যে বলেন, দাউদকান্দি থেকে তিতাস উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার পর, কিছু সংখ্যাক সাংবাদিক নিয়ে তিতাস উপজেলা প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। এখন সাংবাদিক হয়েছে এবং ৩/৪টি সংগঠন হয়েছে। আমি মনে করি সকলে ঐক্যবদ্ধ থাকেন, তাহলে বস্তু নিষ্ঠু সংবাদ পরিবেশন করা সম্ভব হবে। তিনি আরও বলেন, আমাদের  কোরআনেও বলা আছে সঠিক সংবাদ লিখা যেমন পুরস্কার করিবেন তেমনি যারা তথ্যবিহীন মিথ্যা সংবাদ করেন তাদেরকেও শাস্তির ব্যবস্থা করেছেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা টিভি সম্পাদক, কালের কন্ঠের সাংবাদিক ও তিতাস উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি সাংবাদিক ওমর ফারুক মিয়াজী বলেন, উপজেলা প্রতিষ্ঠার পর হাতে গণা কিছু সাংবাদিক নিয়ে উপজেলা  প্রেসক্লাবের পথ চলা। বর্তমানে অনেক সাংবাদিক এ পেশায় আসছেন। যে যেই সংগঠন সদস্য হউক, কিন্তু আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি তাহলে বস্তু নিষ্ঠু সাংবাদিকতা করতে গিয়ে হয়রানি শিকার হয় না। তিনি আরও বলেন, আসুন আমরা বস্তু নিষ্ঠু সাংবাদিকতার মাধ্যমে সমাজের নির্জাতিত মানুষের পাশে দাঁড়াই।

এ সময় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের তিতাস প্রতিনিধি মহাসিন হাবিব, দৈনিক সংবাদের সাংবাদিক আবুল কাসেম প্রমূখ। অনুষ্ঠান টি পরিচালনা করেন তিতাসে সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম।সাংবাদিক আক্তার মুন্সী,সাংবাদিক মাহাবুবুর রহমান  সাংবাদিক আরিফ খান,সাংবাদিক সোহেল মুন্সি, সাংবাদিক আহনাফ তিহামী, সাংবাদিক এনামুল হক টিপু, সাংবাদিক শামসুজ্জামান তারিন,সাংবাদিক প্রদীপ সূত্রধর,সাংবাদিক মোঃমামুনুর রশিদ,ইউটভার হাবিবুর রহমান জালাল,পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন এবং অতিথি ও সদস্যদের মাঝে ক্রেষ্ঠ উপহার দেওয়া হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.