× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক পাঁচ দেশের একটি বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

১২ ডিসেম্বর ২০২৪, ১৭:১১ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (১২ ডিসেম্বর) সারা বিশ্বের সাংবাদিকদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২৪ সালে বাংলাদেশসহ ৪টি দেশ সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ছিল।

চলতি বছর এখন পর্যন্ত ৫৪ সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বা পেশার কারণে হত্যার শিকার হয়েছেন। বাংলাদেশে নিহত হয়েছেন পাঁচ জন সাংবাদিক। সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ৯ দেশের মধ্যে শীর্ষে আছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। এর পরেই আছে পাকিস্তান, বাংলাদেশ ও মেক্সিকো।

আরএসএফের তথ্যমতে ‘বিশ্বে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ফিলিস্তিন। গত পাঁচ বছরে অন্য যেকোনও দেশের তুলনায় ফিলিস্তিনে বেশি সাংবাদিক নিহত হয়েছেন।' চলতি বছরে অন্তত ১৮ জন সাংবাদিক নিহত হয়েছেন কেবল ইসরায়েলি সেনাবাহিনীর হাতেই। তাদের ১৬ জন গাজায় ও দুজন লেবাননে প্রাণ হারিয়েছেন। 

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) সাংবাদিকদের ওপর যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চারটি মামলা দিয়েছে আরএসএফ। 

গাজার পর সাংবাদিকদের জন্য চলতি বছর সবচেয়ে বিপজ্জনক দেশ ছিল পাকিস্তান। সেখানে একবছরে সাত জন সাংবাদিক নিহত হয়েছেন। এরপর রয়েছে বাংলাদেশ ও মেক্সিকো। দুদেশেই পাঁচজন করে সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনটিতে ১ ডিসেম্বর পর্যন্ত তথ্য হালনাগাদ করা আছে।

আরএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিশ্বজুড়ে ৪৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। আর সেই সংখ্যা চলতি বছরে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক এই সংগঠনের পরিসংখ্যান অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে ৫৫০ জন সাংবাদিক বন্দী আছেন। আর এই সংখ্যা গত বছর ছিল ৫১৩।

সবচেয়ে বেশিসংখ্যক সাংবাদিক বন্দী রয়েছেন চীনে। দেশটিতে ১২৪ জন সাংবাদিক দীর্ঘদিন কারাবন্দী রয়েছেন। এছাড়া সামরিক জান্তা শাসিত মিয়ানমারে ৬১ জন ইসরায়েলে ৪১ জন সাংবাদিক কারাগারে রয়েছেন।

এছাড়া, বর্তমানে ৫৫ জন সাংবাদিককে জিম্মি করে রাখা হয়েছে। তাদের মধ্যে দুজন চলতি বছর অপহৃত হয়েছেন। জিম্মিদের অন্তত ২৫ জন ইসলামিক স্টেট গোষ্ঠীর হাতে বন্দী।

এখন পর্যন্ত ৯৫ জন সাংবাদিক নিখোঁজ রয়েছেন। এরমধ্যে ২০২৪ সালে নতুন করে নিখোঁজ হয়েছেন জন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.