৫ আগস্টে হাসিনা সরকার পতনের পর থেকে গিজব ছড়ানোতে বেশ সরব অবস্থানে ভারতীয় গনমাধ্যমকে দেখা গেছে। এমনটি মনে করছে বাংলাদেশী নেটিজেনরা। ‘রিপাবলিক বাংলা’ এবং ‘এবিপি আনন্দ’সহ বেশকিছু গণমাধ্যম তাদের অনুষ্ঠান কিংবা নিউজের মাধ্যমে সেটিই জানান দিচ্ছে।
তবে স্যোস্যাল মিডিয়ায় তাদের এই নিউজ কিংবা অনুষ্ঠানের কমেন্ট বক্সে বাংলাদেশি নেটিজেনদের বেশ
সোফিয়া সাবা লিখেছেন, বাংলাদেশের নাম না নিলে মনে হয় ওদের নিউজ চলে না। এজন্য সব খবরে শুধু বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।
সেলিম খান লিখেছেন, বাংলাদেশ এ সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছিল,,,না পেরে এখন কাদা কাদা অবস্থায় উপস্থাপন করতে হচ্ছে খুব কষ্ট খনিকের ছেলের।
সৈয়দ তোরাবুর রহমান লিখেছেন, এই ভারতীয় চ্যানেল বাংলাদেশের সংস্কৃতি ও সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে হচ্ছে। এসব চ্যানেলের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে গঠনমূলক প্রতিবাদ জানানো উচিত, যাতে তাদের কার্যক্রম সঠিক পথে আনা যায়।
শেখ মোহাম্মদ আফারাফ লিখেছেন, এত কষ্ট করে মিথ্যা ভুয়া নিউজ প্রচার করার পরেও সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে না পেরে বেচারা শোকে পাগল হয়ে গেছে।কেউ কেউ এমনও লিখছেন, বিনোদন মানেই রিপাবলিক বাংলা নিউজ।
মোঃ আল মেহেদী লিখেছেন, এরা যে ভাবে খবর উপস্হাপন করে খবর তো না মনে হয় গুলিস্তানের মলম বিক্রি করতেছে।