× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিথ্যা মামলা থেকে খালাস বাগাতিপাড়ার দুই সাংবাদিক

মো. রিয়াজুল ইসলাম, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি।

২৪ নভেম্বর ২০২৪, ১৭:৫৯ পিএম

ছবিঃ সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় মারামারি ও চাঁদাবাজির মিথ্যা মামলা থেকে খালাস পেলেন দুই সাংবাদিক। রবিবার (২৪ নভেম্বর) সকালে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. নাসিরুল হক এ আদেশ দেন। খালাস পাওয়া দুই সাংবাদিক হলেন, দৈনিক ইত্তেফাক’র আরিফুল ইসলাম তপু ও প্রতিদিনের বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার আরাজী-মাড়িয়াস্থ নাটোর সুগার মিলস্ লি. এর ইক্ষু ক্রয় কেন্দ্রের মৌসুমী ইক্ষু ক্রয় করণিক এএসএম আল-আফতাব খান সুইট বাদী হয়ে গত ১০ জানুয়ারি ২০২৪ দুই সাংবাদিকসহ চার জনের নামে মারামারির মামলা দায়ের কারেন। এরপর মামলায় বাদীসহ ৫ জন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষীদের সাক্ষ্য, বাদীর আবেদন বিচার বিশ্লেষণ ও উভয়পক্ষের আইনজীবির যুক্তিতর্কে বিজ্ঞ আদালতের নিকট বাদীর দায়েরকৃত মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বিবাদী সাংবাদিকদ্বয় সহ অন্যান্য আসামীকে খালাস প্রদান করা হয়। এ মামলায় সাংবাদিকদ্বয়ের পক্ষে জজ কোর্টের সিনিয়র এ্যাড. মো. মুক্তার হোসেন শুনানী করেন।

এ বিষয়ে সাংবাদিক আরিফুল ইসলাম তপু বলেন, ‘চাষীদের ইক্ষু ওজনে কারচুপি করার অভিযোগ পেয়ে আমরা তথ্য সংগ্রহে গেলে ইক্ষু ক্রয় করণিক আমাদের লাঞ্ছিত করে মিথ্যা মামলা দায়ের করে। তাছাড়া, মামলা দেওয়াসহ বিভিন্নভাবে আমাদের পরিবারকে হয়রানি করার চেষ্টা করা হয়। কিন্তু, মিথ্যার পরাজয় হবেই। আলহামদুলিল্লাহ,আর সেজন্য আমরা মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছি।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.