বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
প্রতিষ্ঠানের পরিচালক দাবি করে শম্পা রহমানের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার (১৯ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
অ্যাডভোকেট আহসানুল করিম আদালতে রিটের পক্ষে শুনানি করে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ।
নাম প্রকাশ না করার শর্তে সংবাদ সারাবেলাকে বিশ্বস্ত এক সূত্র জানায়, সময় টিভির মালিকানা দ্বন্দ্ব নিয়ে একটি রিট চলমান। রিটের শুনানি ২২ তারিখ। গত তারিখ সময় টিভির প্রচার বন্ধ চেয়ে সিটি গ্রুপ আবেদন করেছিলো, যা কোর্ট নাকচ করে দেয়। সিটি গ্রুপ আজ চালাকি করে কাউকে না জানিয়ে আরেকটি রিট করে প্রচার বন্ধ চায়। সে বেঞ্চ প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে। এ শুনানিতে সময় টিভির অন্য পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলো না। জানতো ও না। টাকার খেলা।