বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সদস্যরা।
শনিবার (৮ জুন) সকালেরাজধানী ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সংগঠনের সহ-সভাপতি গণকণ্ঠের মনিরুজ্জামান অপূর্বের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি পরবর্তী সংগঠনের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নির্ধারিত স্থানেই প্রথম সাধারণ সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রথমেই শপথ বাক্য পাঠ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাংলাদেশের আলোর জাফরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলোকিত বাংলাদেশের মাহমুদ সালেহীন। এ সময় পরবর্তী কর্মসূচী নিয়ে আলোচনা করেন তারা।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সংবাদ সারাবেলা'র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ-সভাপতি গাজী টেলিভিশনের হাসান ইমাম ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক কোলকাতা টেলিভিশনের মুস্তাকিম নিবিড়, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ টেলিভিশনের নার্গিস জুঁই, সহ-সাংগঠনিক সম্পাদক মানবকণ্ঠের আবু ইউসুফ। এছাড়া আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ঢাকা নিউজের সুমন দত্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক নওরোজের শরিফুল হক পাভেল, ক্রীড়া সম্পাদক ক্রীড়ালোকের আহসান হাবীব সুমন, কল্যাণ সম্পাদক প্রথম প্রহরের সৈয়দ মাহবুবুর রহমান, আন্তজার্তিক সম্পাদক প্রথম প্রহরের বাবর কবির।