ঈশান কোনের প্রাতের লালিমা মুক্ত বাতাসে দোলে
বাধার প্রবল-প্রাচীর ভেঙে স্বাধীনতা তুমি এলে
উজাড় করিয়া রক্ত নিয়েছো শক্ত-সাধের রোষে
পিছায়ে পড়িনি রক্ত দিয়েছি তোমারে পেয়েছি পাশে
চলতে পারে না বলতে পারে না দুর্বল এই জাতি
তোমায় পাবার আশায় শুধু যে প্রাণ দিয়েছে পাতি।
নিষ্ঠুর ওরা, সশস্ত্র ওরা আগুন জ্বালায় এসে
জ¦লিয়া পুড়িয়া লড়িয়া মরিয়া তোমারে পেয়েছি পাশে
হাজার স্বরের কান্নার ধ্বনি ধূষিত বাতাসে ভেসে
দুষিত বাতাস সুশীতল হলো তোমার ছায়ায় এসে।
চল্ চল্ চল্, রণে চলে বীর মাতারা কাঁদিয়া মরে
কখন আসবে তার বাছাধন ডাকিয়া মা স্বরে
ফিরে তো এলো-না এমনি বাছারা মরলো শহিদ বেসে
মাতারা মাথারে কুড়িয়া কাঁদিল ঝর্ণা নামল চোখে
ফিরে এলো লাশ পিতা করে চাষ অন্ন পাবার আশে
নির্বাক মুখে জলভরা চোখে বাছারে শোয়ালো এসে
এদিকে ওদিকে মৃতরা আসছে ভাসছে এদেশ দুঃখে
খুঁড়ছে কবর একের-পর এক, হাসছে তারা কি সুখে!
আমরা বাঙালি আমরা প্রবল প্রাণ দিয়েছি পেতে
মানিয়েছি হার অস্ত্রে ও শিরে এই তো হাস্য অতি!
এমনি থামলো রক্তের খেলা জমল মিলন মেলা
গগন হাসল সুরভিত শ্বাসে নিভলো অধীন জ্বালা
ও স্বাধীনতা তোমার ছোঁয়ায় আজ নিভলো অধীন জ্বালা।।