× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুজিব মানবিক

কবি মুহম্মদ নুরুল হুদা

১৯ ডিসেম্বর ২০২১, ২২:৪৩ পিএম

স্বাধীন জাতির স্বাধীন পিতা মুজিব মানবিক

বাংলাদেশের জাতি পিতা, দৃষ্টি দিগি¦দিক।

ব্যক্তি-মানুষ, জাতি মানুষ, বিশ্বমানুষ যথা

সব মানুষের মুগ্ধ কথা মুক্ত মানবতা।

সকল কথার আসল কথা শুদ্ধ সদাচার

ধর্মকর্ম সৃষ্টিকৃষ্টি অভেদ কর্মাচার।


এক জাতিতে এলে তুমি সব জাতিতে গেলে,

আপন বুকে জগৎজ্যোতির দেখা তুমি পেলে।

লালন মানুষ আপন বুকে ধারণ করো জ্ঞান

ব্যক্তিমানুষ  জাতিমানুষ  মানুষজ্ঞাতির ধ্যান।

বাংলা মায়ের নয়নমণি বিশ^মায়ের ধন

 তোমার ভিতর বসত করে যুক্তি সর্বক্ষণ।


নানান দেশে নানান জাতি নানান তাদের নাম

সব মানুষের এক ঠিকানা, নিবাস ভুবন-ধাম।

গণতন্ত্রী যুক্তিযুদ্ধ সর্বমানবিক

মানবতার মুক্তিযুদ্ধে সশস্ত্র সৈনিক।

মুক্তি মানে ব্যক্তিমুক্তি জাতিমুক্তি আর

সবমানুষের শোষণমুক্তি, সাকার-নিরাকার।


 তোমার ভিতর সাঁতার কাটে মানুষরতন সেই

তুমি ছাড়া বঙ্গ জাতির অন্য উদ্ধার নেই।

গণতন্ত্র, জাতীয়তা, সাম্যবাদী কৃতি

নিরপেক্ষ ধর্মাচারের অভিন্ন সম্প্রীতি

এই নিয়েই বিশ্ববাংলা, সব বাঙালির ঘর

এই নিয়েই সর্বজাতির অভেদ চরাচর।


হাজার নদীর এই স্বদেশে  হাজার স্রোতের বাঁক

ফুল-ফসল আর ছায়া-মায়ার দিচ্ছে নিবির ডাক;

তখন যারা তমসাকে ছুরির মতো শানায়,

তাদের কি আর এই বাংলায় বসত করা মানায়?

মানুষ, তুমি মানুষ হওয়ার সঠিক সবক দাও

আঁধার রাতে আলোর অস্ত্র হাতে তুলে নাও।


মুক্তিযুদ্ধে যুক্তিযুদ্ধে সশস্ত্র নির্ভীক

সর্বজয়ী মুজিব এখন মুজিব মানবিক।

 



Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.