অন্তর্বর্তীকালীন
সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া “জুলাই গণঅভ্যুত্থান” নিয়ে একটি বই লিখছেন, যার
শিরোনাম "জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু"।
প্রথমা
প্রকাশনী দ্বারা প্রকাশিত এই বইটি ১০
মার্চ বাজারে আসবে। তবে, বইটি বর্তমানে অনলাইনে প্রি-অর্ডারের জন্যও উপলব্ধ।
প্রথমা
প্রকাশনী বইটি সম্পর্কে জানিয়েছে, "জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু" হল জুলাই গণঅভ্যুত্থানে
একজন নিবিড় অংশগ্রহণকারীর স্মৃতিকথা। বইটিতে প্রথমবারের মতো উঠে এসেছে ওই সময়ের অনেক
অজানা ঘটনা ও অভিজ্ঞতা, যা
ছাত্র-জনতার আন্দোলনকে জানার এবং বোঝার জন্য অপরিহার্য।
এর
আগে, ২৭ ফেব্রুয়ারি, ক্রীড়া
উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে বইটির প্রকাশের বিষয়ে একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়, “আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার স্মৃতিকথা নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে ‘জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু’। বইটি অনলাইনে
প্রি-অর্ডার করা যাবে প্রথমায়।”