ভীষণ উৎকট গন্ধে বয়ে চলেছে বাতাস
ধোয়ার কুণ্ডুলী ছুঁয়েছে দেবদারুটার শাখা
ঠিক যেন মেঘেদের আনাগোনা
কিন্তু সহসা বৃষ্টি নামবে না।
বৃষ্টিহীন আকাশ পুড়ে চলেছে অবিরত
পুড়ছে প্রাসাদ, পুড়ছে পাহাড়, পুড়ছে গাছ
পুড়ছে উত্তাল সাগর, প্রেয়সীর দু’চোখ
নদী পুড়ছে, খাল পুড়ছে, পুড়ছে সীমানা
পুড়ছে ধুধু বালুচর, প্রমত্তা কিশোরীর বুক।
পুড়ছে গোলাপের আঁধছেড়া পাঁপড়ি
পুড়ছে জমিন, পুড়ছে আকাশ, পুড়ছে পাতাল
পুড়ছে বায়ু, পুড়ছে আগুন, পানি, ঝর্ণার শীতল বাতাস
পুড়ছে প্রিয়সীর লজ্জারাঙা সহবাস।
পুড়ছে রাখালের বাঁশি, ইস্রাফিলের ফুৎকার
বিস্মৃত অতীত, অনাগত ভবিষ্যৎ, বর্তমান
পুড়ছে রোদ ছায়াপথ বিমূর্ত নিহারিকা
আর অসহ্য যন্ত্রণায় পুড়ছে নক্ষত্রের গতিপথ।
পুড়ছে চিরচেনা শহর বন্দর নগর
গাঁয়ের মেঠো পথ সুহাসিনী পল্লীবালা
পুড়ছে পথিক, স্বরলিপি ধূসর কাব্য ঘর্মাক্ত পান্ডুলিপি
পুড়ছে হৃদয় অন্তর মন ভালোবাসা
এবং পুড়েই চলেছে আজন্ম সিথির সিঁদুর।