× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেষ হলো একুশের সাংস্কৃতিক উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৪ পিএম

দেশের গান, নৃত্য ও আবৃত্তি ও নাটক পরিবেশনের মধ্য দিয়ে শেষ হলো ‘একুশের সাংস্কৃতিক উৎসব ২০২৪’।  গত ১৫ ফেব্রুযারি থেকে শুরু হওয়া এই আয়োজন গত বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হয়। 

শেষদিনের আয়োজনের সঞ্চালনায় ছিলেন তামান্না তিথি। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন যৌথভাবে এই উৎসবের আয়োজন করে।

অমর একুশে বই মেলায় আগত দর্শকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠা গত বৃহস্পতিবার সমাপনী আয়োজনের শুরুতেই সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টসের নৃত্যশিল্পীরা। নৃত্যটি পরিচালনায় ছিলেন ফারহানা চৌধুরী। এরপর পরিবেশিত হয় একক সংগীত পরিবেশন করেন প্রিয়াংকা সরকার পিয়া। এরপর কবিতা আবৃত্তি করেন ডালিয়া আহমেদ। 

কবিতার আবৃত্তির পরেই সৈয়দা শায়লা আহমেদ লিমা’র নৃত্য পরিচালনায় সমবেত নৃত্য পরিবেশন করে ভঙ্গিমা ডান্স থিয়েটার, একক সংগীত নিয়ে আসেন শিল্পী অরুপ বিশ্বাস, তিনি গেয়ে শোনান- ‘সালাম সালাম হাজার সালাম’সহ দুটি গান এবং ‘এই বাংলার মাটিতে জন্ম আমায় দিও’ ও ‘দেশেতে শহীদ মিনারে ফেব্রুয়ারি আছে’ শীর্ষক দুটি গান পরিবেশন করেন শিল্পী মিথিলা মল্লিক। 

এরপর আবারও বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস পরিবেশন করে সমবেত নৃত্য, এটির পরিচালনায়ও ছিলেন ফারহানা চৌধুরী, কবিতা আবৃত্তি করেন মোহাম্মদ সামাদ, পুনম মিত্র পরিবেশন করেন  ‘মাগো ধন্য হলো জীবন আমার’ও ‘মাগো তোমার ছেলেরা ঘুমায়ে রয়েছে আজ’ শীর্ষক দুটি গান। আর নৃত্যশিল্পী  সৈয়দা শায়লা আহমেদ লিমা’র পরিচালনায় ভঙ্গিমা ডান্স থিয়েটারের সমবেত নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় আট দিনব্যাপি এ একুশের সাংস্কৃতিক উৎসব।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.