জগৎজুড়ে জয়গান হোক ‘আমিই বিশ্ব শ্রমিক’
পাপি তাপি আমার স্পর্শেই হোক নির্ভীক।
যে শস্য আমার উঠানে ঝরে অবিরাম
ক্ষুধা তৃষ্ণা মেটায় ধরার দধিচি হরদম।
আমার হাতের লেলিহান শিখার উষ্ণ প্রস্রবণ
সতেজ ভূমিতে উদ্ভাসিত হেসে উঠে ভূবন।
আমার সুকঠিন গ্রিবায় জগতের ভার বিস্তর
বাহুতে আমার রণ ডংকা কেঁপে ওঠে থরথর।
আমার উদ্যানে সবুজ ফসলের ভরা মরশুম
জাতি কুল মান বিভেদ ভুলে পড়ে যায় ধুম।
আমার বজ্র কঠিন শিরা-উপশিরায় শক্ত মনবল
বিশ্বকর্মা জাগিয়ে তুলিছে হাতুড়ি কাস্তে শাবল।
ইশারায় আমার কাঁপিছে ভুবন আরশে আজিম
আমারই আহ্বানে জাগিছে পূর্ব-পশ্চিম।
আমিই মুটে-মজুর, খেটে খাওয়ার বিমূর্ত প্রতীক
কলে-মিলে-খনিতে আমার জয়ডংকা দিগবিদিক।
রাষ্ট্র থেকে মহারাষ্ট্র, দেশ থেকে মহাদেশে
আমারই অভিষেক হোক সকাশে।
আমি বিশ্বের বিস্ময়, সৃষ্টির শ্রেষ্ঠত্ব আমার
বিশ্ব শ্রমিক আমি নয়তো কে আর?