× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমিই বিশ্ব শ্রমিক

হাসান রাজীব

০১ মে ২০২৩, ০৬:১৯ এএম

রূপক ছবি

জগৎজুড়ে জয়গান হোক ‘আমিই বিশ্ব শ্রমিক’

পাপি তাপি আমার স্পর্শেই হোক নির্ভীক।

যে শস্য আমার উঠানে ঝরে অবিরাম
ক্ষুধা তৃষ্ণা মেটায় ধরার দধিচি হরদম।

আমার হাতের লেলিহান শিখার উষ্ণ প্রস্রবণ
সতেজ ভূমিতে উদ্ভাসিত হেসে উঠে ভূবন।

আমার সুকঠিন গ্রিবায় জগতের ভার বিস্তর
বাহুতে আমার রণ ডংকা কেঁপে ওঠে থরথর।

আমার উদ্যানে সবুজ ফসলের ভরা মরশুম
জাতি কুল মান বিভেদ ভুলে পড়ে যায় ধুম।

আমার বজ্র কঠিন শিরা-উপশিরায় শক্ত মনবল
বিশ্বকর্মা জাগিয়ে তুলিছে হাতুড়ি কাস্তে শাবল।

ইশারায় আমার কাঁপিছে ভুবন আরশে আজিম
আমারই আহ্বানে জাগিছে পূর্ব-পশ্চিম।

আমিই মুটে-মজুর, খেটে খাওয়ার বিমূর্ত প্রতীক
কলে-মিলে-খনিতে আমার জয়ডংকা দিগবিদিক।

রাষ্ট্র থেকে মহারাষ্ট্র, দেশ থেকে মহাদেশে
আমারই অভিষেক হোক সকাশে।

আমি বিশ্বের বিস্ময়, সৃষ্টির শ্রেষ্ঠত্ব আমার
বিশ্ব শ্রমিক আমি নয়তো কে আর?

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.