× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমিই সেই নারী

হাসান রাজীব

০৮ মার্চ ২০২৩, ০৩:৪০ এএম । আপডেটঃ ০৭ মার্চ ২০২৪, ১৩:৪৯ পিএম

সারাবিশ্ব ঘুরে, স্বর্গ, মর্ত্য, পাতাল কাঁপি

তুমি খুঁজিয়াছ যারই

আমি সেই সুহাসিনী, সুমিষ্ট ভাষিণী,

ভগিনী, কন্যা, জায়া, জননী

আমিই সেই নারী।


আমি এলোকেশে কিশোরী

ধু-ধু মাঠে অতন্দ্র রাখালের সম্বিত ফিরে পাওয়া।

আমি কাল দিবানিশি, চির মথুরার বাঁশি

রাধিকার সিঁথির সিঁদুরের ঝড়ো হাওয়া

আমি মনসা মঙ্গলের লখিন্দর নিয়ে

বেহুলা সুন্দরীর দেবতার পানে চাওয়া।


আমি গান ভালোবাসি, আমি সঙ্গীত, আমি সুর

আমি জগতের বুকে কীংকর, সুর-অসুরে শঙ্কর

আমি বিশ্ব ভূবনে যাহা করি ঠিক

সহসা আমাকে বলিবে না ধিক।


আমি মমতাজ, সুলতানা রাজিয়া, দস্যুরানি ফুলন

আমিই মেহেরুন,

আমি মুঘল তখত ভুলিয়া দখল করিয়াছি আসীন

আমি হীন দ্বিধাহীন

তাধিন তাধিন নাচি ভাঙিয়াছি সাপুড়িয়া বীণ।

আমি প্রিয়সী, প্রেমিকের কালো চোখে আদিম নেশা

আমি প্রেম, প্রণয় ভালোবাসার অমোঘ টান,

আমি সাধিয়াছি বীণার ঝংকৃত সরব

শত নদী তটে সুরের মূর্ছনা তুলি

আমি মাতা মেরি, গৌরি, মাদাম কুরি, হিন্দা।


আমিই জগতের মাতা

সুখের সংসার ভাঙি

আবার গড়িয়াছি তা

আমি বিমাতা।


আমি সুয়োরানি

কুলবধূ, ষোড়শী, অবলা

আমি দিনের সুরুজ, রাতের তারায় চাঁদনির কথাবলা

আমি বসরার তপসী, মহামায়া, আনন্দময়ী

সহাস্য উর্বশীর সচকিত চাহনি

আমি দুয়োরানি।


আমিই সেই নারী

এ আমার আজন্ম অহঙ্কার

আমি অরফিয়াসের বীণা

বনদেবী ইউরিডিসি।


বিধ্বস্ত বিনাশী দুর্গা, সরস্বতী

নিয়তির রীতি আমি

ট্রয়ের হেলেন, চন্দ্রদেবী ডায়ানা।


আমি জন্মেছি সৃষ্টির লক্ষ্যে

দেবরাজ জুপিটারের ললাট ফেঁড়ে

আমি যুদ্ধাংদেহী মিনার্ভা।


আমি কবির কবিতা

কিশোরীর নূপুরের রিনিঝিনি তান

মোনালিসা ভিঞ্চির, গোর্কির লুদমিলা।

আমি নিভৃতে পল্লীবালা।


আমিই সেই নারী

গন্ধমপিয়াসী চির বুভুক্ষ আত্মা

ধরিত্রীর বুকে আজীবন গাঁথিয়াছি মানবীয় সত্তা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.