× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বইমেলায় আয়েশা সিদ্দিকা জ্যোতির কাব্যগ্রন্থ ‘হৃদয়ের অলিন্দে তুমি’

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২২ এএম

চলছে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৩। এবার বইমেলায় এসেছে কবি আয়েশা সিদ্দিকা জ্যোতির প্রথম কাব্যগ্রন্থ ‘হৃদয়ের অলিন্দে তুমি’। 

বইটির প্রচ্ছদ করেছে শিল্পী আইয়ুব আল আমিন। প্রকাশ করেছে ভাষাতরী প্রকাশন। বইটি পাওয়া যাচ্ছে লিটিলম্যাগ চত্বরে ভাষাতরীর ১০২ নম্বর স্টলে। 

চার ফর্মার বইটিতে ৫৮ টি কবিতা প্রকাশ পেয়েছে। বইয়ের মূল্য-২০০ টাকা।

বইটি সম্পর্কে জানতে চাইলে কবি আয়েশা সিদ্দিকা জ্যোতি বলেন, ‘মানুষ স্বভাবতই স্বপ্ন দেখে। মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী স্বপ্ন দেখে কিনা আমার জানা নেই। কিন্তু মানুষ কখন স্বপ্ন দেখে? যখন একটি ইচ্ছে চিন্তায়, চেতনায় ঘুরপাক খেতে থাকে ঠিক তখনই মানুষ স্বপ্ন দেখে। মনের আঙিনায় জমে থাকা স্বপ্ন থেকেই কবিতা লেখা শুরু করেছি, কবিতার প্রেমে পড়েছি।’ 

তিনি বলেন, ‘কবিতার প্রেমে পড়েছি বলেই হয়তো এখন  কবিতাই লেখি। কেননা, আমার জীবনের প্রথম লেখা প্রকাশ কবিতা দিয়েই শুরু।’

জ্যোতি আরও বলেন, ‘লেখার ধারাবাহিকতা ধরে রাখতে আমার স্বামী ও সন্তানরা উৎসাহ দিয়েছে। প্রেরণা যুগিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। বইটি কিনে উৎসাহ দিলেই আমার কবিতা জীবনের প্রকাশযাত্রা সফল হবে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.