মুজিব কহিলো,''হবে না কভু তা'' তর্জনী তার তুলে।
''মাথা উঁচু করে ঠাঁই পেতে এই স্বাধীন বাংলাদেশে
যা কিছু তোমার তাই নিয়ে লড়ো মুক্তিযোদ্ধা বেশে।''
সেই আহবানে সাড়া দিতে তাই বাংলার বহু ছেলে
জীবনের মায়া ত্যাগ করে সবে কাঁধে রাইফেল নিলে।
ন'মাস যুদ্ধে ঝরে পড়ে গেলে ত্রিশ লক্ষ প্রাণ
মহা কাঙ্ক্ষিত স্বাধীনতা এলো,হলো তার প্রতিদান।
দেশ পেলো এক সবুজ পতাকা মাঝে টুকটুকে লাল
মুজিব সেনাদের অর্জন সেটা, রয়ে যাবে চীরকাল।
সদ্য স্বাধীন এ দেশে যখন চারিপাশে হাহাকার
মুজিব তা দেখে চোখ ভাসিয়েছে, করেছে সে চিৎকার!
ছেলে হারা মা কেঁদেকেটে যবে চোখ ভাসিয়েছে জলে
মুজিব তাহারে জড়ায়ে বলেছে,''মাগো আমি তোর ছেলে।''
মুক্তিযুদ্ধে নারীরা যখন হয়েছে বীরঙ্গনা
মুজিব বলেছে, ''এই যুদ্ধে তারাও মুক্তি সেনা।
ভাবো যদি কভু এই নারীদের ঠিকানা কোথায় হবে,
শুনে নাও তবে,সেথায় হবে,যেথায় আমার রবে।''
এমন অভাগা জাতি যে আমরা! রাখতে পারিনি ধরে
এত স্নেহ আর এত ভালোবাসা যে মুজিব দিলো তারে।
তবু তারে স্মরি,মনে মনে বলি,শোন হে জাতির পিতা,
যে মাটিতে তুমি মিশে আছো মোরা সেখানে রেখেছি মাথা।
তুমি চলে গেছো,রয়ে গেছি মোরা লক্ষ মুজিব সেনা
শোধ করে দেব বাংলা মায়ের যা রয়ে গেছে দেনা।
তোমার শিক্ষা আঁকড়ে ধরেছি ভয় তবে আর কিসে?
তুমি যে রয়েছো মোর ধমনীর রক্তে রক্তে মিশে।
তুমি তো শুধু নাম নয় কারো, তুমি যে অহংকার,
মুজিব তোমার নাম মুছে দেবে এমন সাধ্য কার?!