× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গরমে বিয়ের সাজ

সারাবেলা ডেস্ক

১৫ মে ২০২২, ০১:২০ এএম

প্রতীকী ছবি

গ্রীষ্মের প্রচণ্ড গরম প্রকৃতিজুড়ে। তাই বলে কি আর উৎসব আয়োজন থেমে থাকবে? মোটেই নয়! এই গরমে একটু বুঝেশুনে পোশাক নির্বাচন করলে বিয়ের মতো জমকালো আয়োজনেও থাকতে পারবেন স্বাচ্ছন্দ্যে। সাজটাও হওয়া চাই আবহাওয়া উপযোগী।

গরমের বিয়ের মেকআপ একেবারেই আলাদা ধরনের হয়। শীতে যেমন একটু তৈলাক্ত মেকআপ ভালো দেখায়, গরমে তার উল্টোটা। গরমে সাধারণত ম্যাট মেকআপ দিয়ে বেজ করা হয়। চোখের মেকআপ বউয়ের পছন্দ অনুযায়ী হলেও, কালো চোখের সঙ্গে স্মোকি মেকআপটা এড়িয়ে যাওয়ার চেষ্টাই থাকে। বরং ধূসর কন্টাক্ট লেন্সের সাথে চমৎকার মানায় চোখের স্মোকি সাজ।

বিয়েতে বাঙালি নারীর পছন্দ লাল বেনারসি। বেনারসির সাথে সাজটা একটু গাঢ় হলেই ভালো দেখায়। বিশেষ করে রাতের সাজে জমকালো মেকআপই মানানসই। এ সময় বৌভাতের অনুষ্ঠানে তুলনামূলক হালকা রঙের পোশাক পরাই ভালো। ফিরোজা, গোলাপি, হালকা বেগুনির মতো রংগুলোতে বেশ স্নিগ্ধতা চলে আসবে সাজে। সাথে গ্রীষ্মের মেকআপ ও হালকা মেসি খোঁপা, ব্যস! 

এই গরমে বিয়ের দিন আপনার সাজ, পোশাক, গহনা, আয়োজন- সবকিছুই প্রশংসিত হোক অতিথিদের মুখে। আর সে সাথে আপনার আরাম ও ব্যক্তিত্ব অটুট থাকুক আপনার মনের মতো করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.