× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈদকে সামনে রেখে ১৫০০ নতুন ডিজাইন নিয়ে এলো এপেক্স

০২ এপ্রিল ২০২২, ০৮:০৩ এএম

এবারের ঈদকে সামনে রেখে ১৫০০ নতুন ডিজাইন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড এপেক্স। ‘সব ভুলে ঈদ হোাক দিল খুল’ শিরোনামে এপেক্স ঈদ ক্যাম্পেইন চলবে প্রথম রমজান থেকে।

এ উপলক্ষে শুক্রবার (১ এপ্রিল) রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক জমকালো ফ্যাশন শোয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম, চিফ অপারেটিং অফিসার (সিওও) ফিরোজ মোহাম্মদ ও  মহাব্যবস্থাপক (জিএম) সাত্নিক গুহ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এপেক্স ফুটওয়্যার, অ্যাপারেল ও অ্যাকসেসরিজের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের একপাশে আকর্ষণীয় ফটোবুথ স্থাপন করা হয়। সেখানে আগত অতিথিদের ছবি তোলার সুযোগ ছিল এবং ছবি তুলে হ্যাশট্যাগ এপেক্স স্টাইলগিরি লিখে সামাজিক মাধ্যমে শেয়ার দিয়ে ১০ জন স্টাইলিশ দর্শক পুরস্কার জেতেন।

এবারের ঈদে ছোটবড় সকলের জন্য এপেক্সের নিজস্ব ব্র্যান্ড ভেনচুরিনি, ম্যাভরিক, স্প্রিন্ট, মুচি, ও টুইস্কলারের ১৫০০টি নতুন ডিজাইন বাজারে এনেছে।

অ্যাপেক্স জানায়, ঈদ বাঙালির জন্য সবচেয়ে আনন্দের উৎসব। এই আনন্দকে আরও বাড়িয়ে তুলতে প্রতিবছরের মতো এবারও এপেক্স ভক্তদের জন্য রেকর্ড সংখ্যক নতুন কালেকশন নিয়ে এসেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.