× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মশা তাড়ানোর ঘরোয়া উপায়

সংবাদ সারাবেলা ডেস্ক

২৭ মার্চ ২০২৩, ০০:২৪ এএম

গ্রীষ্মকালে গরমের পাশাপাশি মশার উপদ্রবও বেড়ে যায়। দিনের বেলায় সবকিছু ঠিকঠাক থাকলেও সন্ধ্যা নামতেই মশা দেখা যায়। এ অবস্থায় এক জায়গায় পাঁচ মিনিটও বসে থাকা কঠিন হয়ে পড়ে। কখনো কখনো এটি মানুষের ঘুমের শত্রু হয়ে ওঠে।

মশার হাত থেকে বাঁচতে ঘুমোনোর সময় মানুষ মশারি লাগিয়ে এর রেহাই পায়। কিন্তু সবসময় এটা করা সম্ভব নয়। কয়েল ব্যবহার করেও মশা তাড়ানো যায় না অনেক সময়। এখানে মশা তাড়ানোর কয়েকটি ঘরোয়া উপায় উল্লেখ করা হলো।

রসুন : রসুন মশা তাড়াতেও বিস্ময়কর কাজ করতে পারে। এজন্য রসুনের দুই থেকে চারটি কোয়া হালকাভাবে ভেঙে পানিতে ফুটিয়ে নিন। এই পানি ঠান্ডা করে একটি স্প্রে বোতলে সংরক্ষণ করুন। এই পানি সন্ধ্যায় সারা ঘরে ছিটিয়ে দিন। রুমের প্রতিটি কোণে এই পানি স্প্রে করতে হবে। এটি মশা তাড়াতে সাহায্য করতে পারে।

কফি : মশার সমস্যা কফি দিয়েও নিরাময় করা যায়। মশা কফি পছন্দ করে না। এমন পরিস্থিতিতে কফি ব্যবহার করে মশা তাড়াতে পারেন। এজন্য একটি বোতলে পানি নিয়ে তাতে এক চামচ কফি মিশিয়ে স্প্রে করুন। কফির স্প্রে দিয়ে অল্প সময়ের মধ্যেই মশা থেকে রেহাই পাবেন।

লেবু : মশা তাড়াতেও লেবু ব্যবহার করতে পারেন। এক টুকরো লেবু নিয়ে তাতে লবঙ্গ গুঁজে দিন। এই লেবু ঘরের কোণে রাখুন বা বাড়ির দরজার আশপাশে রাখুন। মশার উপদ্রব কমে যাবে।

নিমপাতা : নিমপাতা দিয়েও মশা তাড়ানো যায়। যদিও লাগবে আরও অনেক উপাদান। এর জন্য একটি মাটির পাত্র নিতে হবে। এতে এক মুঠো শুকনো নিমপাতা দিন। দুই থেকে তিনটি তেজপাতা এবং কিছু কর্পূরের বীজ যোগ করুন, লবঙ্গ যোগ করুন এবং প্রায় দুই চামচ সর্ষের তেল যোগ করুন এবং আগুনে কিছুক্ষণ জ্বাল দিন। দেখবেন এর ধোঁয়া মশাকে মেরে ফেলবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.