একুশ মানেই শুধু ভাষার জন্য লড়াই নয়, একুশ মানেই রক্তস্নাত ফাল্গুনের দুপুর নয়, ভাই হারানোর বেদনা আর শোক ছাপিয়ে একুশ আমাদের অনেক পাওয়ার একটি দিন। অমর একুশ এখন আর শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই, বাঙালিয়ানার সংস্কৃতিতে ছড়িয়ে পড়েছে বাঁচার অনুপ্রেরণা হিসেবে। একুশের চেতনায় বাঙালি শুধু মায়ের মুখের ভাষাতেই নয়, আপাদমস্তক নিজেকে সাজাতে চায় রঙে-ঢঙে। তাই তো বিভিন্ন ফ্যাশন হাউস এবং বুটিক প্রতিষ্ঠানগুলোও তাদের পোশাকে একুশকে সাজিয়েছেন ভিন্নরুপে।
এরই ধারাবাহিকতায় টপস ও প্লাজোতে নতুন ধারা এনেছে ফ্যাশন হাউস ‘নকশা’। সুতি ও সামু সিল্ক কাপড়ের ওপর বিশেষ কাটিং ডিজাইকে ভিন্ন মাত্রা দিয়েছে পিকু মেশিন এমব্রয়ডারি। সব মিলিয়ে ভাষা দিবসের পোশাকটি হয়ে ওঠেছে বেশ দৃষ্টিনন্দন। নারায়ণগঞ্জের আলমখান লেনে নকশার শো-রুমে পাওয়া যাচ্ছে এসব পোশাক।