× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফায়ার সার্ভিসে নিয়োগের মাঠ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

০৯ মে ২০২২, ০১:৫২ এএম

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোগো

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়োগ সংক্রান্ত অনুষ্ঠিতব্য সব মাঠ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ সোমবার (৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার।

তিনি জানান, ১১ মে থেকে ১৮ মে পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়োগ সংক্রান্ত সব মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।

মাঠ পরীক্ষা স্থগিতের বিষয়টি ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ওয়েবসাইটে ও ফেসবুক পেজে নোটিশ আকারে জানানো হয়েছে। তিনটি জাতীয় দৈনিকে এ বিষয়ে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমেও জানানো হবে।

পরীক্ষার নতুন তারিখ পরে টেলিটকের মাধ্যমে এসএমএস এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। আবেদনকারীরা বর্তমানে ডাউনলোড করা প্রবেশপত্র দিয়েই পরবর্তীতে ঘোষিত তারিখে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.