× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগামী পাঁচ বছরে চাহিদার শীর্ষে থাকবে যেসব চাকরি!

ডেস্ক রিপোর্ট।

১৬ জানুয়ারি ২০২৫, ০২:১১ এএম

ছবিঃ সংগৃহীত

বর্তমানে বিশ্ব ইন্টারনেটের উপর নির্ভর হয়ে পড়েছে। এতে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় দ্রুত গতিতে পাল্টে যাচ্ছে চাকরির ধরন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাই এখন মামুষের জায়গা করে নিয়েছে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের গবেষণা অনুযায়ী, আগামী ৫ বছরে চাকরির বাজারে দেখা যাবে বড় ধননের পরিবর্তন। আজ সচরাচর যেসব চাকরি দেখা যাচ্ছে বা পাওয়া যাচ্ছে, গামীকাল সেগুলো নাও থাকতে পারে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ফিউচার অব জবস রিপোর্ট- ২০২৫’এ এই তথ্যগুলো উঠে এসেছে।


প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০৩০ সালের মধ্যে ১৭ কোটি নতুন চাকরি তৈরি হবে, কিন্তু ৯ কোটি ২০ লাখ মানুষ তাদের চাকরি হারাতে পারে। যার ফলে মোট ৭ কোটি ২০ লাখ নতুন চাকরি তৈরি হবে। 


বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদনে আগামী পাঁচ বছরে কোন সেক্টরে চাকরির চাহিদা বাড়বে সে বিষয়ে ধারণা দেওয়া হয়েছে।


আগামী পাঁচ বছরে যে ১০ চাকরির চাহিদা বাড়বে—

  • বিগ ডেটা বিশেষজ্ঞ
  • আর্থিক প্রযুক্তি বিশেষজ্ঞ
  • এআই অ্যান্ড মেশিন লার্নিং বিশেষজ্ঞ
  • সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন ডেভেলপার
  • নিরাপত্তা ব্যবস্থাপনা বিশেষজ্ঞ
  • ডেটা ওয়্যারহাউজিং বিশেষজ্ঞ
  • বৈদ্যুতিক যান বিশেষজ্ঞ
  • ইউআই ও ইউএক্স ডিজাইনার ( ইউআইয়ের পূর্ণরূপ হল ইউজার ইন্টারেফস। বিভিন্ন ওয়েবসাইট, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একজন ইউজার হিসেবে আমরা যে ইউজার ইন্টারফেসটি ব্যবহার করছি তাই ইউজার ইন্টারেফস। অপরদিকে ইউএক্সের পূর্ণরূপ হলো ইউজার এক্সপেরিয়েন্স। যে কোনো প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে বিবেচনা করার ধাপ হিসেবে বিবেচনা করা হয় ইউএক্স ডিজাইনকে।)
  • লাইট ট্রাক অ্যান্ড ডেলিভারি সার্ভিসের গাড়িচালক
  • ইন্টারনেট সংযোগ বিশেষজ্ঞ

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.