× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিতর্কিত পতাকা মিছিল বের করতে যাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মে ২০২২, ২০:০৪ পিএম

ছবি: সংগৃহীত

প্রতিবছরের মতো এবারও বিতর্কিত পতাকা মিছিল বের করতে যাচ্ছে পূর্ব জেরুজালেমে বসবাসরত ইহুদিরা। ১৯৬৭ সালের ২৯ মে তারিখে যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। তারপর থেকে এ পর্যন্ত অবৈধভাবে পূর্ব জেরুজালেম দখল ও এ দিনের স্মরণে পতাকা মিছিলের আয়োজন করে আসছে কট্টোরপন্থী ইহুদিরা। খবর দ্য নিউ আরবের।

শনিবার (২৮ মে) প্রকাশিত এক প্রতিবেদনে দ্য নিউ আরব জানিয়েছে, ১৯৬৭ সালের পর থেকে প্রতিবছর ২৯ মে বিতর্কিত পতাকা মিছিলের মাধ্যমে অবৈধভাবে পূর্ব জেরুজালেম দখলের দিনটিকে উদযাপন করে আসছে কট্টোরপন্থী ইহুদিরা। স্থানীয় ফিলিস্তিনিরা এর বিরুদ্ধে অবস্থান নেয়ায় স্বাভাবিকভাবেই এ মিছিলকে ঘিরে প্রতি বছর তৈরি হয় উত্তেজনা।

এবারও এমন উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু, যত বাধাই আসুক ইসরায়েল পতাকা মিছিল আয়োজন করবেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী।

জানা গেছে, এ বছর উগ্রপন্থী ইহুদিদের পরিকল্পনা ফিলিস্তিনিদের ব্যবহার করা জাফফা গেট থেকে দামাসকাস গেট হয়ে ওল্ড সিটিতে প্রবেশ করার। এ রাস্তাটি সরাসরি ওয়েস্টার্ন ওয়ালের দিকে গেছে যা আল আকসা মসজিদের ঠিক পাশে। ইসরাইলিদের পতাকা মিছিলের জন্য দামাসকাস গেইট এবং ওল্ড সিটির রাস্তা বন্ধ থাকবে। এ সময়টায় ইসরাইলি উগ্রপন্থী ও ইসরাইলি পুলিশের হাতে নিগ্রহের শিকার হন সাধারণ ফিলিস্তিনিরা। 

প্রসঙ্গত, বিভিন্ন কারণে ইসরায়েলিদের বিতর্কিত এ পতাকা মিছিল সমালোচিত হয়ে আসছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোর করে দখল করা ভূখণ্ড নিজেদের বলে দাবি করা এবং সেই দাবি প্রতিষ্ঠার এমন নির্লজ্জ উদ্যোগ অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.