পাকিস্তানের করাচির গুল প্লাজা শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বেড়ে কমপক্ষে ১৪ জনে পৌঁছেছে। দুর্ঘটনায় এখনো ৫০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। -খবর আলজাজিরার।
গত শনিবার গভীর রাতে গুল প্লাজা শপিং মলে আগুন লাগে, যা একটি ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক কমপ্লেক্স। দমকলকর্মীরা প্রায় ৩৬ ঘন্টা পর বিশাল আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, যার ফলে উদ্ধারকারী দল ভবনে প্রবেশ করে ভেতরে আটকে পড়াদের উদ্ধার করতে সক্ষম হয়।
তবে, কর্মকর্তারা সতর্ক করে দিয়েছিলেন যে ভবনটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। সোমবার পরে, উদ্ধারকারী প্রধান পরিচালন কর্মকর্তা আবিদ জালাল ডনকে বলেন যে, মলের একটি অংশে আগুনের শিখা অব্যাহত থাকায় অগ্নিনির্বাপণ প্রচেষ্টা পুনরায় শুরু হয়েছে।