× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযান: বাংলাদেশিসহ আটক ১৫০

১৪ জানুয়ারি ২০২৬, ১৬:২৪ পিএম

ছবি: সংগৃহিত

বুধবার ভোরে মালয়েশিয়ায় কুয়ালালামপুরের সেলায়াংয়ের একটি অ্যাপার্টমেন্ট ব্লক এবং ওল্ড ক্লাং রোডের পাশে অবৈধ অভিবাসন  বিরোধী অভিযানে বাংলাদেশিসহ ১৫০ বিদেশিকে আটক করা হয়েছে। খবর দ্য স্টারের।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) দাতুক লোকমান এফেন্দি রামলি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫২ জন কর্মকর্তা মধ্যরাতে সেলায়ংয়ে অভিযান চালান। এ সময় ৭৯ জনকে আটক করা হয়। আটককৃতদের বয়স ১৭ থেকে ৫৫ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে বৈধ পাসপোর্ট ও কাজের পারমিট না থাকা এবং নির্ধারিত সময়ের বেশি অবস্থানের অভিযোগ আনা হয়েছে।

আটকদের মধ্যে ৩৯ জন ইন্দোনেশিয়া, ২৫ জন বাংলাদেশ, ১০ জন নেপাল, ২ জন ভারত, ২ জন পাকিস্তান এবং ১ জন মিয়ানমারের নাগরিক। রামলি বলেন, তারা বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন, যার মধ্যে রয়েছে নিরাপত্তারক্ষী, খাবারের দোকানের সহকারী, লন্ড্রি কর্মী, পরিচারক এবং নির্মাণশ্রমিক।

দ্বিতীয় অভিযানটি হয় ওল্ড ক্লাং রোডের পাশে। এখানে চালানো অভিযানে আটক হন আরো ৭১ জন। এই অভিযানে ৭১ জন বিদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে ইন্দোনেশিয়ার ৩৩ জন পুরুষ ও ৩৩ জন নারী, মিয়ানমারের দুজন পুরুষ ও একজন নারী, একজন ভারতীয় পুরুষ এবং একজন পাকিস্তানি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.