× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিরাপত্তা সর্তকতা: ইরান ছাড়তে বলা হলো মার্কিন নাগরিকদের

ডেস্ক রিপোর্ট

১৩ জানুয়ারি ২০২৬, ১২:৪৪ পিএম । আপডেটঃ ১৩ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম

ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল এমবাসি তেহরান সোমবার একটি নিরাপত্তা সতর্কতা জারি করে বলেছে, বিক্ষোভ সহিংসতায় ইরানের সার্বিক পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। দেশজুড়ে বিক্ষোভ, ব্যাপক গ্রেপ্তার, আহত অনিশ্চিত পরিবেশের কারণে আমেরিকার নাগরিকদের  এখনই ইরান ছাড়তে বলা হয়েছে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে যে ইরানের বিভিন্ন এলাকায় প্রতিবাদ ও পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে এবং রোড ব্লক, গণপরিবহন ব্যাঘাত, ইন্টারনেট বিচ্ছিন্নতা ইত্যাদি সমস্যার কারণে দৈনন্দিন জীবন বিপর্যস্ত।

নিরাপদ যোগাযোগ ব্যবস্থা পরিকল্পনা করে আর্মেনিয়া বা তুরস্কের দিকে স্থলপথে তৎক্ষণাৎ দেশ ছাড়ার কথা ভাবতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। এতে আরো বলা হয়েছে, যারা দেশ ছাড়তে পারবে না, তাদের  প্রয়োজনীয় খাদ্য, পানি, ওষুধ সংগ্রহ করে নিরাপদ স্থানে থাকাতে বলা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.