× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক।

১৫ অক্টোবর ২০২৫, ২১:১৭ পিএম

ছবি: সংগৃহীত।

আফগানিস্তানের তালেবান সরকারের অনুরোধে পাকিস্তান ও তালেবান পক্ষ পরস্পরের সম্মতিতে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে। বুধবার ( ১৫ অক্টোবর) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, ‘আফগান তালেবান সরকারের অনুরোধে এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে পাকিস্তান ও তালেবান আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ এই সময়ের মধ্যে উভয় পক্ষ গঠনমূলক আলোচনায় বসবে, যার লক্ষ্য হবে ‘ইতিবাচক ও টেকসই সমাধান খুঁজে বের করা।’

 এই ঘোষণাটি আসে এমন সময়, যখন পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের কান্দাহারে তালেবান অবস্থানগুলোর ওপর নির্ভুল হামলা চালিয়ে তাদের বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস করেছে বলে নিরাপত্তা সূত্রে জানা গেছে।

সূত্রগুলোর বরাতে জানা যায়, হামলার লক্ষ্যবস্তু ছিল তালেবান ব্যাটালিয়ন নম্বর ৪ ও বর্ডার ব্রিগেড নম্বর ৬-যার দুটি উভয়ই সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

এতে ডজনখানেক তালেবান যোদ্ধা ও বিদেশি অপারেটিভ নিহত হয়েছে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। পাকিস্তানি সেনাবাহিনী জানায়, সাম্প্রতিক সীমান্ত আগ্রাসনের জবাবে এই হামলাগুলো চালানো হয়। ‘তালেবানের প্রধান ব্রিগেডগুলো ধ্বংস করা পাকিস্তানের জন্য কৌশলগত সাফল্য,’ - বলেছে এক নিরাপত্তা কর্মকর্তা।

সূত্র আরও জানায়, তুরকমজাই এলাকা থেকে তালেবানরা পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, যা সেনাবাহিনী সফলভাবে প্রতিহত করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.