যুক্তরাষ্ট্র সফরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন যা ভারতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাম্পা, ফ্লোরিডায় প্রবাসী পাকিস্তানিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি দেখি আমরা ডুবে যাচ্ছি, তাহলে আমরা অর্ধেক পৃথিবীকেও সঙ্গে নিয়ে ডুবে যাবো।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) এই বক্তব্যকে পরমাণু অস্ত্রের দিয়ে হুমকি বলে অভিহিত করে কঠোর সমালোচনা করেছে। তারা বলেছে, এই ধরনের মন্তব্য পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে গুরুতর উদ্বেগ তৈরি করে। বিশেষ করে এমন এক দেশে যেখানে সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ভারত কখনোই পরমাণু হুমকির কাছে নতি স্বীকার করবে না এবং দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
মুনির তার বক্তব্যে ভারতের ইন্দাস নদীর উপর বাঁধ নির্মাণ নিয়েও হুমকি দেন। তিনি বলেন, আমরা অপেক্ষায় আছি ভারত কখন বাঁধ নির্মাণ করবে, তারপর ১০টা মিসাইল দিয়ে তা গুঁড়িয়ে দেবো।
তিনি আরও বলেন, ইন্দাস নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আলহামদুলিল্লাহ, আমাদের মিসাইলের কোনো ঘাটতি নেই।
কাশ্মীর প্রসঙ্গে আসিম মুনির বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় নয় বরং একটি ‘আন্তর্জাতিক অমীমাংসিত ইস্যু। তিনি কাশ্মীরকে পাকিস্তানের ‘জাগুলার ভেইন’ (জীবনরক্ষাকারী শিরা) বলেও অভিহিত করেন। তিনি ভারতের কথিত ‘অপারেশন সিদুঁরের কথাও উল্লেখ করে বলেন, এটা পাকিস্তানের সার্বভৌমত্বের ওপর গভীর লঙ্ঘন ছিল।
ভারতীয় সরকারি সূত্রের দাবি, আসিম মুনিরের এই মন্তব্য পাকিস্তানি সেনাবাহিনীর দীর্ঘদিনের আগ্রাসী মানসিকতারই বহিঃপ্রকাশ। তারা বলে, পাকিস্তানে প্রকৃত গণতন্ত্র নেই এবং সেনাবাহিনীই সেখানকার বাস্তব ক্ষমতার অধিকারী।
একটি সূত্র আরও বলেছে, যুক্তরাষ্ট্রে উষ্ণ অভ্যর্থনা পেয়ে মুনির সাহেব আরও উৎসাহিত হয়েছেন। সামনে হয়তো প্রকাশ্যে বা নীরবে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে প্রেসিডেন্ট হবার দিকেও এগোতে পারেন।
সূত্র: হিন্দুস্তান টাইম