ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন রুটের সব ফ্লাইট পরিষেবা অনির্দিষ্ট কালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ভারতের এই ফ্ল্যাগশিপ বিমান পরিষেবা সংস্থা।
এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার সিরিজের বেশ কয়েকটি বিমানে সম্প্রতি গোলেযোগ দেখা দেওয়ার প্রেক্ষিতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়াসহ অন্যান্য দূরপাল্লার ফ্লাইটগুলোতে বোয়িংয়ের ৭৮৭-৯ সিরিজের বিমানগুলো ব্যবহার করে এয়ার ইন্ডিয়া।
গত ১২ জুন ভারতের গুজরাট রাজের রাজধানী আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার সিরিজের উড়োজাহাজ। কিন্তু উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে সেটি আহমেদাবাদের মেঘনিনগর এলাকায় আছড়ে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনায় উড়োজাহাজটির ২৩০ জন যাত্রী, ১২ জন ক্রুসহ মোট ২৬০ জন নিহত হন।
ঘটনাচক্রে ওই দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার আরও বেশ কয়েকটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এসব ত্রুটির কারণে গত দু’মাসে বেশ কিছু ফ্লাইট বাতিলও করেছে এয়ার ইন্ডিয়া।
ভারতের বৃহত্তম এই বিমান পরিষেবা সংস্থার এক কর্মকর্তা এনডিটিভিকে বলেন, “আহমেদাবাদের দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার যেসব বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে সবগুলোই বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার সিরিজের। মেরামতজনিত কারণে বেশ কয়েকটি বিমান এখন অপারেশনের বাইরে আছে। ড্রিম লাইনার সিরিজের যে কয়েকটি বিমান বর্তমানে সচল আছে, সেগুলো দিয়ে সব রুটে ফ্লাইট অপারেশন পরিচালনা আপাতত আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
তাছাড়া পাকিস্তান নিজের আকাশসীমা বন্ধ রাখায় অনেক আন্তর্জাতিক রুটে ঘুরপথে যেতে হচ্ছে আমাদের। এ কারণে একদিকে ফ্লাইটের দৈর্ঘ্য ও সময় বাড়ছে, অন্যদিকে আমাদের ফ্লাইট শিডিউলও নতুন করে সাজাতে হচ্ছে। নয়াদিল্লি-ওয়াশিংটন রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার এটিও একটি কারণ।
যেসব যাত্রী সেপ্টেম্বর মাসে ওয়াশিংটন যাওয়ার জন্য আগে থেকেই ফ্লাইটের টিকিট বুকিং দিয়ে রেখেছিলেন, তাদের কোনো সমস্যায় পড়তে হবে না বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন, নিউইয়র্ক সিটি (নিউইয়র্ক অঙ্গরাজ্য), নেওয়ার্ক (নিউজার্সি অঙ্গরাজ্য), শিকাগো (ইলিনয়েস অঙ্গরাজ্য) সান ফ্রান্সিসকো (ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য) এই পাঁচটি রুটে নয়াদিল্লি থেকে আমাদের ওয়ান স্টপ ফ্লাইট পরিষেবা চলে। এগুলোর মধ্যে শুধু নয়াদিল্লি-ওয়াশিংটন রুট বন্ধ হচ্ছে। বাকিগুলো সচল থাকবে।
“যেসব যাত্রী সেপ্টেম্বর মাসের নয়াদিল্লি-ওয়াশিংটন ফ্লাইটের আগাম টিকিট বুক করে রেখেছিলেন, তাদেরকে বাকি চারটি রুটের যে কোনোটিতে স্থানান্তর করা হবে। মার্কিন তিন বিমান পরিষেবা সংস্থা আলাস্কা এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স এবং ডেল্টা এয়ারলাইন্সের সঙ্গে আমাদের ব্যবসায়িক অংশীদারিত্ব আছে। যাত্রীদের যুক্তরাষ্ট্রে নেমে যেন কানেক্টিং ফ্লাইট ধরতে কোনো অসুবিধা না হয়, সে ব্যবস্থা আমরা করব।
“এছাড়া কোনো যাত্রী যদি তার টিকিটের টাকা ফেরত চান, তাও দেওয়া হবে”, এনডিটিভিকে বলেছেন ওই কর্মকর্তা।
সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh