পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশটির সঙ্গে ভারতের মধ্যে চলতি বছরের মে মাসে সংঘটিত চারদিনব্যাপী যুদ্ধকে একটি ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেন, দেশের সেনাবাহিনী ও জনগণ একত্রে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে একটি মারাত্মক হুমকি প্রতিহত করতে সফল হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) লাহোর রেলওয়ে স্টেশনে ‘পাক বিজনেস এক্সপ্রেস’ ও নতুন আধুনিক যাত্রীসুবিধার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই চার দিনের যুদ্ধ অত্যন্ত বিপজ্জনক ছিল, কিন্তু পাকিস্তান বিজয়ী হয়েছে। পুরো বিশ্ব এই সফলতাকে স্বীকৃতি দিয়েছে।
তিনি ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বের প্রশংসা করে বলেন, সেনাবাহিনী অসাধারণ সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছে। পুরো জাতি তাদের পাশে ছিল। পাকিস্তান বিমান বাহিনী পেশাদারিত্বের পরিচয় দিয়েছে এবং আমাদের আল-ফাতাহ ক্ষেপণাস্ত্রগুলো কার্যকরভাবে ব্যবহার হয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, আমি ফিল্ড মার্শালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতাম এবং মুহূর্তে মুহূর্তে আপডেট পেতাম। আল্লাহ আবারো পাকিস্তানকে সম্মান দিয়েছেন।
যুদ্ধকালীন সময়েও দেশের অর্থনৈতিক সফলতা তুলে ধরে শেহবাজ বলেন, এক সময় মুদ্রাস্ফীতি ছিল ৩৮ শতাংশ, আজ তা ৫ শতাংশের নিচে নেমে এসেছে। এটি আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল।
তিনি জানান, চীন-পাকিস্তান ইকোনমিক করিডোরের দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা চলছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক জোরদার করার কাজ চলছে।
পাকিস্তান প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্পের কথা উল্লেখ করে বলেন, তিনি (মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) বলেছেন, তিনি পাকিস্তান-ভারত যুদ্ধ থামিয়েছেন। এর চেয়ে বড় কূটনৈতিক অর্জন আর কী হতে পারে?
দেশীয় অগ্রগতির বিষয়ে শেহবাজ জানান, আমি বহুদিন পর লাহোর রেলওয়ে স্টেশনে এলাম এবং অসাধারণ পরিবর্তন দেখে আনন্দিত হয়েছি। এখন সাধারণ মানুষের জন্যও উন্নত ভ্রমণ সুবিধা নিশ্চিত হয়েছে।
তিনি জানান, সাবেক রেলমন্ত্রী খাজা সাদ রফিকের উদ্যোগে এই সংস্কার শুরু হয়েছিল এবং এখন হানিফ আব্বাসিকে এই দায়িত্ব দেয়া হয়েছে।
তিনি বলেন, পুরনো টিকিটিং ব্যবস্থা এখন ডিজিটাল রূপ নিয়েছে। রেল খাতে আমার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।
শেষে শেহবাজ শরিফ বলেন, ‘এই যুদ্ধ জাতি ও সেনাবাহিনীর সম্পর্ককে আরও মজবুত করেছে। এই বিজয় আমাদের ঐক্যের ফল। আল্লাহর কৃপায়, আমরা প্রতিরক্ষা, কূটনীতি ও উন্নয়নে এই গতিকে ধরে রাখব।
সূত্র: সামা টিভির।