× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১১

আন্তর্জাতিক ডেস্ক।

০৩ জুলাই ২০২৫, ১৭:২৯ পিএম

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজাজুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও ১১১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ২৪ জন ত্রাণ-প্রত্যাশী। এ নিয়ে দুই দিনে গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৩০০। এ ছাড়া নিহতদের মধ্যে গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক মারওয়ান সুলতানও রয়েছেন। এদিকে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া ৬০ দিনের প্রস্তাব পর্যালোচনা করছে হামাস।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ৬০ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে শতাধিক ফিলিস্তিনি। এদের মধ্যে অনেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছে। বুধবার গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক মারওয়ান সুলতানের বাড়িতে হামলা চালায় আইডিএফ। এতে পরিবারের কয়েকজন সদস্যসহ প্রাণ হারান মারওয়ান।

এদিন, গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনা হতাহতের ঘটনাও ঘটেছে। এ নিয়ে উপত্যকায় ইসরায়েলি সেনা নিহত বেড়ে দাঁড়িয়েছে ৮৮১ জন। 

এদিকে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দুই মাসের প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। কাতার ও মিশরের কর্মকর্তাদের কাছ থেকে এরই মধ্যে প্রস্তাবটি পাওয়ার কথা জানিয়েছে তারা। যদিও, গাজা থেকে ইসরায়েলের সব সেনা প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করেছে হামাস।

অন্যদিকে, যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলেও, হামাসকে নির্মূল করতে হবে বলে আবারও মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

গাজায় যুদ্ধবিরতি চান না ইসরায়েলের দুই উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির ও বেজালেল স্মোট্রিচ। তাদের বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের ভেতরে আলাদা জোট তৈরির পরিকল্পনার অভিযোগ উঠেছে।

এদিকে, ইসরায়েলের সঙ্গে অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্তির পরিকল্পনা করছে ক্ষমতাসীন লিকুদ পার্টি। ২৭ জুলাই ইসরায়েলি পার্লামেন্টের গ্রীষ্মকালীন অবকাশের আগেই তা করতে চায় নেতানিয়াহুর দল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.