× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে, ইরানে নিহত ৯৩৫

আন্তর্জাতিক ডেস্ক।

৩০ জুন ২০২৫, ২২:০৩ পিএম

ছবি: সংগৃহীত

ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের যুদ্ধে ইসরাইলি হামলায় কমপক্ষে ৯৩৫ ইরানি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের কর্তৃপক্ষ।

সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির, যা দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রকাশ করেছে।

জাহাঙ্গির জানান, নিহতদের মধ্যে ১৩২ জন নারী ও ৩৮ জন শিশু রয়েছে। এর আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, সংঘর্ষে ৬০৬ জন নিহত এবং ৫,৩৩২ জন আহত হয়েছেন।

তিনি জানান, তেহরানের উত্তর-পশ্চিমে অবস্থিত এভিন কারাগারে ইসরাইলি বিমান হামলায় ৭৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কারাবন্দি, কারা-কর্মী এবং আশপাশের বাসিন্দারা রয়েছেন।

তিনি বলেন, হামলায় কারাগারটি সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে পড়ে এবং বন্দিদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তিনি এ ঘটনাকে ‘মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেন।

২০২৫ সালের ১৩ জুন ইসরাইল যখন ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়, তখন থেকেই এ সংঘাত শুরু হয়।

পরবর্তীতে যুক্তরাষ্ট্রও ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

জবাবে ইরান মিসাইল ও ড্রোন হামলা চালায় ইসরাইলের বিভিন্ন স্থানে, যার ফলে কমপক্ষে ২৯ জন নিহত ও ৩,৪০০ এর বেশি মানুষ আহত হয় বলে হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এ সহিংসতা ২৪ জুন থেকে যুক্তরাষ্ট্র-প্রস্তাবিত যুদ্ধবিরতির মাধ্যমে থেমে যায়। যদিও পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ এবং আঞ্চলিক স্থিতিশীলতা অনিশ্চিত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.