আবুধাবির
ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান ও
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একসঙ্গে পরিদর্শন করেছেন শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। এটি শুধু সংযুক্ত আরব আমিরাতের নয়, বরং বিশ্বের অন্যতম বৃহৎ ও আধুনিক ইসলামিক
স্থাপত্যের নিদর্শন হিসেবেও পরিচিত। এ তথ্য জানিয়েছে
গালফ নিউজ।

এই
ঐতিহাসিক সফরে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের বিশাল প্রাঙ্গণ, নান্দনিক স্থাপত্য এবং ইসলামী শিল্পকলার অপূর্ব নিদর্শন ঘুরে দেখেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাকে মসজিদের স্থাপত্য শৈলী, ইসলামিক সাংস্কৃতিক ঐতিহ্য এবং আমিরাতের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি
শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্বপ্ন
ও উত্তরাধিকার সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়।
-68260cae48a4e.png)
মসজিদটি
শেখ জায়েদের স্বপ্নের ফসল। ইসলামিক সংস্কৃতি ও আধুনিক স্থাপত্যের
অপূর্ব সংমিশ্রণে নির্মিত এই মসজিদ ২০০৭
সালের ঈদুল আজহার দিন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আজ এটি শুধু
ধর্মীয় উপাসনার স্থান নয়, বরং আমিরাতের জাতীয় পরিচয় ও সংস্কৃতির অন্যতম
প্রতীক হিসেবেও বিবেচিত।

সূত্রঃ গালফ নিউজ।