× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাতারের সঙ্গে ১.২ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।

১৫ মে ২০২৫, ২১:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

চলমান মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবের পর কাতার সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি কাতারে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর।

কাতারের আকাশসীমায় প্রবেশের পরই ট্রাম্পের বিমানকে নিরাপত্তা বেষ্টনিতে নেয় কাতারি সামরিক জেটবিমানগুলো। কাতারে যুক্তরাষ্ট্রের বৃহত্তম আঞ্চলিক বিমানঘাঁটি অবস্থিত। একইসঙ্গে দেশটি আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে দীর্ঘদিন ধরেই ভূমিকা রেখে চলেছে।

সফরের অংশ হিসেবে ট্রাম্প কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কাতারের এই মধ্যস্থতাকারী ভূমিকা পারস্পরিক কৌশলগত সম্পর্কের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়, যার আর্থিক মূল্য প্রায় . ট্রিলিয়ন ডলার। চুক্তির আওতায় কাতার এয়ারওয়েজ যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা বোয়িং থেকে ১৬০ থেকে ২১০টি বিমান কিনবে, যা আগামী সাত বছরের মধ্যে সরবরাহ করা হবে। এসব বিমানের ইঞ্জিন সরবরাহ করবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক (জিই)

এই সফরের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম রাষ্ট্রীয় কাতার সফর সম্পন্ন করলেন। সফরের শেষ গন্তব্য হিসেবে বৃহস্পতিবার (১৫ মে) তিনি সংযুক্ত আরব আমিরাতে যাবেন এবং শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে।





সূত্রঃ সিএনএন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.