× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাকবা দিবসে ইসরাইলি হামলায় ১০৩ ফিলিস্তিনির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক।

১৫ মে ২০২৫, ১৯:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় গাজা উপত্যকায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১০৩ জন ফিলিস্তিনি। বুধবার (১৪ মে) রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল। নিহতদের মধ্যে বহু নারী শিশুও রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি।

আল জাজিরার আজ (১৫ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলায় জাবালিয়া শরণার্থী শিবিরে অন্তত ১৩ জন নিহত হন। ওই এলাকায় একটি প্রার্থনা কক্ষ দাতব্য হাসপাতালে সরাসরি হামলা চালানো হয়। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বিবিসিকে জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে উদ্ধারকারীরা খান ইউনিস থেকে ৫৬ জন, বেইত লাহিয়া থেকে চারজন এবং দেইর আল-বালাহ থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করে।

বাসাল আরও জানান, নিহতদের মধ্যে রয়েছে খান ইউনিসের সামুর পরিবারের ১৩ সদস্য। তারা সবাই এতটাই নির্মমভাবে নিহত হন যে, নাগরিক নিবন্ধন থেকে পুরো পরিবারটির নাম মুছে দেওয়া হয়েছে।

গাজার উত্তরে আবারও বেসামরিক এলাকায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইতিমধ্যে গাজা সিটির আংশিকভাবে ধ্বংস হওয়া এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে সরে যেতে বলেছে। বিশেষভাবে ইসলামিক বিশ্ববিদ্যালয়, আল-শিফা হাসপাতাল এবং তিনটি পুরনো স্কুল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের দাবি, এই স্থাপনাগুলো হামাসের কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে।

তবে স্থানীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো বলছে, এসব স্থানে হাজার হাজার বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছে এবং তাদের সরিয়ে নেওয়া দ্রুত সম্ভব নয়। ধরনের অভিযান আরও বড় রকমের মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করছে।

এমন এক ভয়াবহ প্রেক্ষাপটে ফিলিস্তিনিরা পালন করেছেন ৭৭তম নাকবা দিবস। ১৯৪৮ সালের ১৪ মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঠিক পরদিন, ১৫ মে, ফিলিস্তিনিদের ওপর নেমে এসেছিল ভয়াবহ বিপর্যয়যা ইতিহাসে আল-নাকবা নামে পরিচিত। ইসরায়েলের রাষ্ট্রীয় প্রতিষ্ঠা ইহুদি বসতি গড়ার জন্য অন্তত লাখ ৫০ হাজার ফিলিস্তিনিকে তাদের নিজ ভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছিল।

নাকবার দিনে পশ্চিম তীরের রামাল্লাহ শহরে হাজারো ফিলিস্তিনি রাস্তায় নেমে আসে। জাতীয় পতাকা হাতে তারা ইসরায়েলের দখলদারিত্ব চলমান হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তারা বিশ্ববাসীর উদ্দেশে আহ্বান জানায় ফিলিস্তিনে একটি স্বাধীন রাষ্ট্র গঠনে সহায়তার জন্য এবং গাজায় চলমান যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে।

একজন বিক্ষোভকারী বলেন, “এই অনাহার গণহত্যার মূল লক্ষ্য হলো আমাদের উচ্ছেদ করা। কিন্তু আমরা কখনো দেশ ছাড়ব না, ফিলিস্তিন ছাড়ব না। আমরা এখানেই থাকব, আমাদের ভূমিতে।






সূত্রঃ আলজাজিরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.