× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৬ দেশ থেকে পাঁচ হাজারেরও বেশি পাকিস্তানি ভিক্ষুক বহিষ্কৃত

আন্তর্জাতিক ডেস্ক।

১৫ মে ২০২৫, ১৮:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

গত ১৬ মাসে সৌদি আরব ভিক্ষাবৃত্তির অভিযোগে হাজারের বেশি পাকিস্তানিকে তাদের দেশ থেকে বহিষ্কার করেছে। একই অভিযোগে আরও পাঁচটি দেশইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকেও শত শত পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন তথ্য জানিয়েছে।

বুধবার (১৪ মে) জাতীয় পরিষদের অধিবেশনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এমপি সেহার কামরানের এক প্রশ্নের জবাবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানান, ২০২৪ সালের জানুয়ারি থেকে পর্যন্ত মোট হাজার ৪০২ জন পাকিস্তানিকে ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে শুধু জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসেই দেশে ফিরে এসেছে ৫৫২ জন।

যদিও প্রশ্নকর্তা গত তিন বছরের তথ্য জানতে চেয়েছিলেন, মন্ত্রী শুধুমাত্র সাম্প্রতিক তথ্যই দিতে সক্ষম হন।

সরকারি তথ্য অনুযায়ী, বহিষ্কৃতদের মধ্যে সবচেয়ে বেশি পাকিস্তানি সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। প্রদেশভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, বহিষ্কৃতদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ব্যক্তি সিন্ধু প্রদেশেরমোট হাজার ৭৯৫ জন। দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক হাজার ৪৩৭ জন পাকিস্তানি পাঞ্জাব প্রদেশের।

এছাড়া খাইবার পাখতুনখোয়া থেকে হাজার জন, বেলুচিস্তান থেকে ১২৫ জন, আজাদ কাশ্মির থেকে ৩৩ জন এবং ইসলামাবাদ থেকে ১০ জন ভিক্ষাবৃত্তির অভিযোগে বিদেশ থেকে ফেরত এসেছেন।







সূত্রঃ ডন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.