ইরানের
সঙ্গে একটি নতুন পরমাণু চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৫ মে) উপসাগরীয়
অঞ্চলে সফরকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে
এমন এক পর্যায়ের আলোচনা
চলছে যেখানে একটি চুক্তি না করেই সমঝোতায়
পৌঁছানো সম্ভব হতে পারে। তার ভাষায়, তেহরান শর্তাবলিতে ‘এক প্রকার’ রাজি
হয়েছে।
ডোনাল্ড
ট্রাম্প তার বক্তব্যে বলেন, তারা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তির লক্ষ্যে অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তিনি উল্লেখ করেন, এই আলোচনার দুটি
পথ রয়েছে—একটি শান্তিপূর্ণ এবং অন্যটি সহিংস। তবে তিনি স্পষ্ট করে জানান, সহিংস পথের দিকে যেতে চান না।
তবে
ইরানের একটি অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, আলোচনায় এখনো কিছু মূল ফাঁক রয়েছে, যেগুলো দূর করা জরুরি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান আলোচনা সম্প্রতি ওমানে অনুষ্ঠিত হয় এবং সেটি
রোববার শেষ হয়। আলোচনার এই পর্ব শেষ
হলেও উভয় পক্ষ পরবর্তী বৈঠকের পরিকল্পনা করছে। একই সঙ্গে, তেহরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য
একটি বড় উদ্বেগের বিষয়।
যদিও
উভয় দেশই দাবি করছে যে তারা কূটনৈতিক
উপায়ে এই বহু বছরের
পারমাণবিক বিরোধ নিষ্পত্তি করতে চায়, বাস্তবতা হলো—দুই দেশের মধ্যে এখনো বেশ কয়েকটি ‘রেড লাইন’ বা অলঙ্ঘনীয় সীমারেখা
রয়েছে। এসব বিষয়ে মতৈক্যে না পৌঁছানো পর্যন্ত
চূড়ান্ত চুক্তি সম্ভব নয়। আলোচকদের এই বিভেদগুলো দূর
করে এমন একটি কাঠামো দাঁড় করাতে হবে যা ভবিষ্যতে সামরিক
উত্তেজনার সম্ভাবনা দূর করতে পারে।
সূত্রঃ রয়টার্স।