তুরস্কের
ইস্তাম্বুল শহরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার
বহুল প্রত্যাশিত শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট
ভ্লাদিমির পুতিন। বুধবার (১৪ মে) ক্রেমলিন
এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ মে) অনুষ্ঠিতব্য
এই বৈঠকে রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি।
বিবিসির
এক প্রতিবেদনে জানানো হয়, আলোচনায় রাশিয়ার হয়ে অংশ নেবেন আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা, যাদের মধ্যে রয়েছেন উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্ডার ফোমিন,
উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন এবং রাশিয়ার সামরিক ও গোয়েন্দা বিভাগের
ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় পুতিনের নাম অনুপস্থিত।
এদিকে,
তুরস্কের রাজধানী আঙ্কারায় আজ তুর্কি প্রেসিডেন্ট
রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির।
এর
আগে জেলেনস্কি ঘোষণা দিয়েছিলেন, তিনি ইস্তাম্বুলের আলোচনায় অংশ নিতে প্রস্তুত, তবে শর্তস্বরূপ পুতিনকেও উপস্থিত থাকতে হবে বলে মত দেন। যদিও
২০১৯ সালের ডিসেম্বরে প্যারিসে হওয়া একটি বৈঠকের পর থেকে পুতিন
ও জেলেনস্কির মধ্যে আর কোনো সরাসরি
সাক্ষাৎ হয়নি। এর পরপরই দুই
দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়।
মস্কো-কিয়েভ যুদ্ধ বন্ধে ২০২২ সালেও বেলারুশ ও তুরস্কে একাধিকবার
আলোচনায় বসেছিল দুই দেশ, তবে তা ফলপ্রসূ হয়নি।
সূত্রঃ বিবিসি।