× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করল স্পেন

আন্তর্জাতিক ডেস্ক।

১৫ মে ২০২৫, ১৫:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

প্রথমবারের মতো ইসরায়েলকেগণহত্যাকারী রাষ্ট্রহিসেবে আখ্যায়িত করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে স্পেনের সব বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে। বুধবার (১৪ মে) স্পেনের পার্লামেন্ট অধিবেশনে দেওয়া এক বক্তব্যে কথা জানান তিনি।

এই ঘোষণার পটভূমি তৈরি হয় কাতালান রাজ্যের এমপি সুমার পার্টির নেতা গ্যাব্রিয়েল রাফিয়ানের এক প্রশ্ন সমালোচনার মধ্য দিয়ে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান সামরিক অভিযান এবং ফিলিস্তিনি জনগণের ওপর মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে তিনি স্পেন সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেওয়ার অভিযোগ তোলেন।

তার প্রতিক্রিয়ায় স্পেনের প্রধানমন্ত্রী বলেন,“আমি পরিষ্কার করে বলতে চাই, জনাব রাফিয়ানএকটি গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে আমরা আর কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখছি না। আমাদের আর ইসরায়েলের সঙ্গে বাণিজ্য হবে না।

সরকারি সূত্রে জানা গেছে, ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কিছুদিন আগেই ছিন্ন করা হলেও এটি ছিল অঘোষিত। বুধবার এই তথ্য প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জানান পেদ্রো সানচেজ।

তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসরায়েল তীব্র কূটনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আনা সলোমনকে তলব করে কড়া বার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

গাজা উপত্যকায় গত দেড় বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ভয়াবহ সামরিক অভিযান পরিচালনা করে যাচ্ছে। জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫২ হাজার ৯০০ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন লাখ ১৯ হাজার ৮৪৬ জন।

এই যুদ্ধের সূচনা ঘটে ২০২৩ সালের অক্টোবর, যখন গাজার শাসকগোষ্ঠী হামাস হঠাৎ করে ইসরায়েলের ভূখণ্ডে আক্রমণ চালিয়ে প্রায় ,২০০ মানুষকে হত্যা করে এবং আরও ২৫১ জনকে জিম্মি করে। এর পরপরই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।

চলমান এই সহিংসতায় আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দিলেও, তা দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র দুই মাসের মাথায়, ১৮ মার্চ থেকে ফের গাজায় দ্বিতীয় দফায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। এই দফার অভিযানে গত এক মাসেই প্রাণ হারিয়েছেন দেড় হাজারের বেশি ফিলিস্তিনি।

হামাসের হাতে জিম্মি ২৫১ জনের মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, সামরিক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হবে।

ইসরায়েলের এই অব্যাহত অভিযান নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বারবার উদ্বেগ জানানো হয়েছে। জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্র নেতানিয়াহু সরকারকে যুদ্ধ বন্ধ করে মানবিক সমাধানে আসার আহ্বান জানিয়েছে। এমনকি ইসরায়েলের বিরুদ্ধেগণহত্যা অভিযোগ এনে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসেও মামলা দায়ের হয়েছে।

ইসরায়েলের অভ্যন্তরেও যুদ্ধবিরতির দাবি জোরালো হচ্ছে। সাধারণ নাগরিক জিম্মিদের পরিবারগুলো জোরালোভাবে দাবি তুলছেজিম্মিদের জীবন রক্ষাকে অগ্রাধিকার দিয়ে যেন যুদ্ধ বন্ধ করা হয়।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস না করা পর্যন্ত এবং সকল জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত অভিযান বন্ধ হবে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.