ছবিঃ সংগৃহীত।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা আজ (১৫ মে) টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন। বুধবার গভীর রাত পর্যন্তও তারা রাজপথে অবস্থান করে আন্দোলন চালিয়ে যান। তাদের দাবি, তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, এবং তারা কোনো আশ্বাসে নয়—চায় দাবির বাস্তব বাস্তবায়ন।
সরেজমিনে
দেখা গেছে, গভীর রাতেও শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান করছেন। কেউ সড়কে শুয়ে, কেউ বসে রাত কাটাচ্ছেন। কেউ কেউ আবার রাত জেগে স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, আবাসন সংকট দীর্ঘদিনের হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি। বহুবার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি
বলেই তারা এবার ক্যাম্পাসে না ফিরে রাজপথে
নেমেছেন।
আন্দোলনের
প্রেক্ষাপট গড়ে ওঠে গত সোমবার, যখন
ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীরা তাদের দাবি উপস্থাপন করেন। এরপর বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এবং শিক্ষক সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে একটি বৈঠকে অংশ নেন। সেই বৈঠকে বাজেট বৃদ্ধি ও আবাসন সংকট
নিয়ে আলোচনা হলেও শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কোনো সিদ্ধান্ত হয়নি। বরং শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইউজিসি আগের মতোই কেবল আশ্বাস দিয়ে তাদের ফিরিয়ে দিয়েছে।
এই
হতাশা থেকেই শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেন ‘লং মার্চ টু
যমুনা’ কর্মসূচি গ্রহণ করার। বুধবার সকাল ১১টায় শত শত শিক্ষার্থী
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করেন। তারা পুলিশের একাধিক ব্যারিকেড অতিক্রম করে কাকরাইল মোড় পর্যন্ত পৌঁছান। কিন্তু সেখানেই পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে
ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেল
নিক্ষেপ, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ
করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত
৩৮ জন আহত হন।
এই
ঘটনার পর শিক্ষার্থীরা কাকরাইলেই
অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারা জানিয়ে দেন, এবার কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাস নেই—তাদের তিনটি দাবির পূর্ণ বাস্তবায়ন ছাড়া আন্দোলন থামবে না। তাদের দাবি হলো, ২০২৫-২৬ অর্থবছর থেকে
৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি কার্যকর করা, পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট ছাড়াই অনুমোদন, এবং জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত একনেক সভায় অনুমোদন দিয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া।
এদিকে
সরকারের পক্ষ থেকে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
মাহফুজ আলম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে প্রধান উপদেষ্টার শিগগির বৈঠক হবে এবং সেখানে শিক্ষার্থীদের তিন দফা দাবির সমাধানের চেষ্টা করা হবে। সরকার যৌক্তিক দাবি নিয়ে আসা শিক্ষার্থীদের কণ্ঠ শুনতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh