পাকিস্তানের
সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাবন্দি
বিরোধী নেতা ইমরান খান ভারতীয় আগ্রাসনের সম্ভাবনা নিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তার দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘অবশ্যই প্রতিশোধ নেবেন’ এবং সে বিষয়ে জাতিকে
সজাগ থাকতে হবে।
পাকিস্তানি
সংবাদমাধ্যম ডন-এর এক
প্রতিবেদনে জানানো হয়, বুধবার (১৪ মে) কারাগারে
ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন তার বোন আলেমা খান। সাক্ষাৎ শেষে তিনি জানান, ইমরান খান ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাৎক্ষণিক জবাবদানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
আলেমা
বলেন, ভাই ইমরান খান বলেছেন, যুদ্ধের সময় সিদ্ধান্ত নিতে দেরি করা যায় না। মোদির প্রতিশোধপরায়ণ আচরণ বিবেচনায় পাকিস্তানকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে।
পিটিআই-এর কেন্দ্রীয় তথ্য
সম্পাদক শেখ ওয়াকাস আকরাম এক বিবৃতিতে বলেন,
ইমরান খান পাকিস্তানি সেনাবাহিনীর জবাবকে ‘যোগ্য ও সময়োচিত’ বলে
অভিহিত করেছেন, যা জাতির পাশাপাশি
কারাবন্দি নেতাদের মনোবলেও ইতিবাচক প্রভাব ফেলেছে।
তবে
একই সঙ্গে ইমরান খান সতর্ক করে দেন যে, ভারতের পক্ষ থেকে আগ্রাসনের পুনরাবৃত্তি হতে পারে। শেখ ওয়াকাসের ভাষায়, মোদির প্রতারণামূলক ও অবিশ্বস্ত আচরণ
অতীতে যেমন সংঘাত এনেছে, ভবিষ্যতেও তার পুনরাবৃত্তি হতে পারে। সে জন্য পাকিস্তানকে
সবসময় প্রস্তুত থাকতে হবে।
অন্যদিকে
পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, যদি ভারতের সঙ্গে যুদ্ধবিরতি হতে পারে, তাহলে নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংলাপে বসতে সমস্যা কোথায়?
তিনি
বলেন, আঞ্চলিক শান্তি ও উন্নয়নের জন্য
সংলাপ জরুরি। পিটিআই দেশ ও জনগণের স্বার্থে
সবসময় গঠনমূলক আলোচনায় আগ্রহী। সর্বদলীয় সম্মেলন ডাকা হলে, দলীয় রাজনৈতিক কমিটি তাতে অংশগ্রহণ নিয়ে বিবেচনা করবে বলেও জানান তিনি।
সূত্রঃ ডন।