× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোদির দিন ফুরিয়ে এসেছে- খাজা আসিফ

আন্তর্জাতিক ডেস্ক।

১৪ মে ২০২৫, ১৬:১৪ পিএম । আপডেটঃ ১৪ মে ২০২৫, ১৬:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক যুগ শেষের দিকে চলে এসেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। গতকাল মঙ্গলবার (১৩ মে) ইসলামাবাদে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মোদির ভবিষ্যৎ নির্ধারণ করবে ভারতের জনগণ। তার দিন এখন গণনার মধ্যে রয়েছে।

খাজা আসিফ জানান, কাশ্মীরের পুলওয়ামা পেহেলগামের মতো হামলার ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য পাকিস্তান বহুবার আহ্বান জানালেও ভারত তা উপেক্ষা করেছে। তিনি বলেন, আমরা বারবার বলেছিপুলওয়ামা, পেহেলগামসহ ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু কাশ্মীরে যেসব হামলা হয়েছে, সেগুলো নিরপেক্ষ তদন্ত দাবি করে।

মোদি সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে আসিফ বলেন, তিনি জাতীয় ভাষণে সমস্যাটিকে ছোট করে তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু বাস্তবতা হলো, পরিস্থিতি এতটাই জটিল যে এর দ্রুত কোনো সমাধান সম্ভব নয়।

তিনি আরও বলেন, পাকিস্তান বহু বছর ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে এসেছে। কিন্তু বিশ্বমঞ্চে আমাদের এই আত্মত্যাগ যথাযথ স্বীকৃতি পায়নি। আমরা এখনও সন্ত্রাসবাদের শিকার হচ্ছি।

ভারতের বিরুদ্ধে কড়া অভিযোগ তুলে আসিফ বলেন, ভারত শুধু পাকিস্তানেই নয়, কানাডা যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসে মদদ দিচ্ছে। কার্যত, ভারত এখন একটি বৈশ্বিক সন্ত্রাসবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে।






সূত্রঃ বিজনেস রেকর্ডার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.