× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তান যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি- লে. জেনারেল আহমেদ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক।

১২ মে ২০২৫, ১২:৩৩ পিএম । আপডেটঃ ১২ মে ২০২৫, ১২:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর কোনো যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি বলে দাবি করেছেন দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। রোববার (১১ মে) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

জেনারেল শরীফ বলেন, পাকিস্তান কখনও যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি। বরং মে কাপুরুষের মতো পাকিস্তানে হামলা চালানোর পর তারাই (ভারত) মধ্যস্থতার জন্য যোগাযোগ করেছে। তিনি জানান, পাকিস্তান ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছেউপযুক্ত জবাব দেওয়ার পরই কেবল যোগাযোগ করা হবে।

ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, এই অঞ্চলের ১৬০ কোটি মানুষের ভবিষ্যৎ এই সংঘাতের সঙ্গে জড়িত। তাই যুদ্ধের কোনো সুযোগ নেই। পাকিস্তান অত্যন্ত পরিপক্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে।

সেনাবাহিনীর শৃঙ্খলা প্রতিশ্রুতি সম্পর্কে তিনি জোর দিয়ে বলেন, আমি ২০০ শতাংশ নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আমাদের সেনারা LoC-তে যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে চলেছে। আমরা পেশাদার সেনাবাহিনী হিসেবে সরকার কর্তৃক নির্ধারিত প্রতিটি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করি।

জেনারেল শরীফ আরও বলেন, পাকিস্তান একটি শান্তিপ্রিয় জাতি। তবে আমাদের বিরুদ্ধে যদি আগ্রাসন চালানো হয়, তাহলে আমরা যথাযথ জবাব দিতে পিছপা হবো না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.